ডিজিটাল-ডেবিউ ‘রাণীমা’র, ছোটপর্দাকে বিদায় জানালেন দিতিপ্রিয়া!

বাংলাহান্ট ডেস্ক: ‘রাণীমা’ ওরফে দিতিপ্রিয়া রায় (ditipriya roy) এখন খুব ব‍্যস্ত। সিরিয়াল থেকে ছুটি মিললেও কাজ থেকে কিন্তু ছুটি মেলেনি। বরং এখন আরো দশ রকম কাজে জড়িয়ে পড়েছেন তিনি। রাণী রাসমণির সিগনেচার লুক থেকে বেরোনোর জন‍্য নতুন নতুন ফটোশুট শুরু করেছেন দিতিপ্রিয়া। ছোট চুলে সম্পূর্ণ মডার্ন পোশাকে নিত‍্য নতুন ফটোশুটে দেখা যাচ্ছে তাঁকে।

এবার আরো এক সুখবর দিলেন দিতিপ্রিয়া। ডিজিটাল দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। জল্পনা অবশ‍্য অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। এবার নিজেই তাতে শিলমোহর দিলেন অভিনেত্রী। হইচই জনপ্রিয় ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’র হাত ধরে ওয়েব প্ল‍্যাটফর্মে অভিষেক করছেন দিতিপ্রিয়া।

IMG 20210728 183140
খুব শীঘ্রই আসতে চলেছে তানসেনের তানপুরার তৃতীয় সিজন। গানের সঙ্গে রহস‍্যের মেলবন্ধনে এক জমাটি গল্প তৈরি হয়েছে এই সিরিজে। গত বছরের ২৬ জুন প্রথম সিজন মুক্তি পায়। সেটি হিট হওয়ার পর সে বছরেই প্রকাশ‍্যে আসে দ্বিতীয় সিজন। সেটিও হিট। সিরিজের নায়ক নায়িকা আলাপ ও শ্রুতির চরিত্রে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ‍্যায় ও রূপসা চট্টোপাধ‍্যায়। তাঁদের সফরে এবার সঙ্গী হতে চলেছেন দিতিপ্রিয়া।

এই বিষয়ে সংবাদ মাধ‍্যমকে অভিনেত্রী বলেন, তিনি প্রথমে ঠিক করেছিলেন কাজ থেকে কিছুদিনের বিরতি নেবেন। কিন্তু সিরিজের টিমের সিনিয়রদের সঙ্গে কথা বলে তিনি মনে করেন এটা করতেই হবে। কারণ গল্প এবং চরিত্র দুটোই ভাল। সহ অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে সবাই তাঁর আগে থেকে চেনা। উপরন্তু এখানেও তিনিই সবার থেকে ছোট। তাই মজা খুনসুটি চলছে। সিরিজের তৃতীয় সিজনের পরিচালনা করবেন জয়দীপ মুখোপাধ‍্যায়।

https://www.instagram.com/p/CR3vvsmrIJT/?utm_medium=copy_link

তবে কি টেলিভিশনকে একেবারেই বিদায় জানালেন দিতিপ্রিয়া? উত্তরে অভিনেত্রী বলেন, ধারাবাহিকেও তাঁর কাজ করার ইচ্ছা রয়েছে। সেই সঙ্গে সিনেমা ও ওয়েব সিরিজেও কাজ চালিয়ে যাবেন তিনি। ইতিমধ‍্যেই দুই প্রথম সারির চ‍্যানেল থেকে প্রস্তাব পেয়ে গিয়েছেন। তবে কাজের চাপ সামলে টেলিভিশনে ফিরতে কিছুটা সময় লাগবে বলেই জানালেন দিতিপ্রিয়া।

Niranjana Nag

সম্পর্কিত খবর