পাহাড়ে ভ‍্যাকেশনে রানিমা, নয়া সেলফিতে নেটপাড়ায় ঝড় তুললেন দিতিপ্রিয়া

বাংলাহান্ট ডেস্ক: বাংলা অভিনয় জগতে বেশ অনেকদিন হয়ে গেল দিতিপ্রিয়া রায়ের (ditipriya roy)। তবে এই নামে অনেকেই চিনতে পারবে না। কারন দিতিপ্রিয়া নিজের নামের থেকে সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্রের নামে বেশি পরিচিত এবং জনপ্রিয়।

শুটিংয়ের পাশাপাশি পড়াশোনা সবটাই সমান তালে চালাচ্ছেন দিতিপ্রিয়া। তবে এই দুইয়ের মাঝে পড়ে বেড়ানোটা একেবারেই লাটে উঠেছে তাঁর। তাই এবার টিকিট কেটেই ফেলেছেন দিতিপ্রিয়া। পাহাড় নাকি তাঁর বরাবরের প্রিয়। তাই এবারেও পাহাড়েই ঘুরতে গিয়েছেন তিনি, তাও আবার সপরিবারে।

IMG 20201227 134039
আর সেখান থেকেই একটি সেলফি শেয়ার করেছেন দিতিপ্রিয়া। সাদা জ‍্যাকেটের সঙ্গে হালকা গোলাপি লিপস্টিকে দিতিপ্রিয়ার থেকে চোখ সরানো দায়। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, অনেক কষ্টে একটা ভাল সেলফি তুলতে পেরেছেন তিনি।

এর আগে সংবাদ মাধ‍্যমকে অভিনেত্রী জানিয়েছিলেন, দীর্ঘ আড়াই বছর পর ফের ঘুরতে যাচ্ছেন তিনি। দার্জিলিং, ইচ্ছেগাঁও ও তাগদা ঘুরবেন তাঁর। মোট চারদিন পাহাড়ে কাটিয়ে ফের ২৯ ডিসেম্বর শুটিংয়ে যোগ দেবেন দিতিপ্রিয়া। রানি রাসমণির শুটিং তো রয়েছেই। সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় দিতিপ্রিয়ার ছবি ‘অভিযাত্রিক’।

https://www.instagram.com/p/CJQW90Mr0WY/?igshid=1epe60e33g0yu

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’তে রাসমণির চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন দিতিপ্রিয়া। রাসমণির এক্কেবারে কিশোরী বয়স থেকে শুরু করে এখনকার প্রৌঢ় বয়স পুরোটাই একা হাতে সামলে এসেছেন তিনি।

রানি রাসমণির হয়ে ওঠার আগের সেই গ্রাম‍্য কিশোরী বালিকা, তারপর সিঁথিতে সিঁদুর এক গা গয়না নিয়ে বাবু রাজচন্দ্র দাসের স্ত্রী রাসমণি আর এখনকার সাদা শাড়ি মাথায় ঘোমটা দিয়ে অভিজ্ঞ বয়স্থ রানি রাসমণি, সব লুকেই অনুরাগীদের য়ন জয় করে নিয়েছেন দিতিপ্রিয়া। তাই তো এখনো তিনিই সামলে চলেছেন রাসমণির চরিত্রটি।

প্রসঙ্গত, রানী রাসমণি ছাড়াও কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন দিতিপ্রিয়া। তার মধ‍্যে উল্লেখযোগ‍্য সৃজিত মুখোপাধ‍্যায়ের ছবি রাজকাহিনি। সেখানেও একই রকম ভাবে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর