সেরা IPL একাদশ বেঁছে নিলেন ডিভিলিয়ার্স, বিরাটকে বাদ দিয়ে একে করেলেন অধিনায়ক

বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আইপিএল 2021 (IPL 2021)। আগামী 9 ই এপ্রিল আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল শুরু হওয়ার আগে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের মুখোমুখি হয়েছিলেন এবি ডিভিলিয়ার্স। সেখানেই ডিভিলিয়ার্স বেছে নিলেন তাঁর পছন্দের সেরা আইপিএল একাদশ।

ডিভিলিয়ার্স তার পছন্দের সেরা একাদশ বাঁছতে গিয়ে ওপেনিংয়ে রেখেছেন দিল্লির প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেওবাগকে। শেওবাগের সঙ্গে অপর প্রান্তে তিনি রেখেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সবথেকে সফল অধিনায়ক রোহিত শর্মাকে। এছাড়াও বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার তার পছন্দের সেরা একাদশে স্থান পেয়েছেন। তবে ডিভিলিয়ার্সের পছন্দের সেরা একাদশে স্থান হয়নি আইপিএলের অন্যতম সেরা ব্যাটসম্যান সুরেশ রায়নার। এই একাদশের অধিনায়ক হিসেবে ডিভিলিয়ার্স বেছে নিয়েছেন চেন্নাই সুপার কিংসকে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন করা মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএলে বিরাট কোহলি নেতৃত্বে খেললেও ধোনিকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ডিভিলিয়ার্স।

n2673175820a188cce5fe73c04c42a192429e4e6b6f59e7f66e2163142bc2b2f5d1679b553

এক নজরে দেখে নেওয়া যাক ডিভিলিয়ার্সের পছন্দের সেরা একাদশ:-
বীরেন্দ্র শেওবাগ, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাদা, জাসপ্রিত বুমরাহ। এছাড়াও স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনকে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর