মর্মান্তিকঃ চিকিৎসা না পেয়ে মারা গেলেন করোনা রোগী, কাঠগড়ায় স্বাস্থ্য ব্যবস্থা

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে শুরু হওয়া করোনার (covid-19) দ্বিতীয় ঢেউয়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে মহারাষ্ট্র (maharashtra)। সেখানে করোনা রোগীর তুলনায় হাসপাতালের বেড সংখ্যা কম পড়েছে। যার জেরে মাঝ বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হল এক ব্যক্তিকে।

ঘটনাটি ঘটেছে বুধবার মহারাষ্ট্রের নাসিকে (nashik)। করোনা আক্রান্ত হয়ে বছর ৩৮ -এর এক ব্যক্তি বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে যখন কোন হাসপাতালে বেড খালি পেলেন না, তখন মাস্ক পরিহিত অবস্থায় এবং অস্কিজেন সিলিন্ডার সঙ্গে নিয়েই পুরসভায় সামনে এসে ধর্নায় বসলেন।

khbdbdkbk

মৃত ব্যক্তির স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী করোনা আক্রান্ত হওয়ায় গত ২-৩ দিন ধরে বিভিন্ন হাসপাতালে ঘুরেও কোন বেসরকারী হাসপাতাল, নার্সিংহোম, এমনকি সরকারি মেডিক্যাল কলেজেও চিকিৎসার জন্য বেড ফাঁকা পাননি। অবশেষে কোন কিছু না করতে পেরে পুরসভার সামনেই মাস্ক পরিহিত অবস্থায় এবং অস্কিজেন সিলিন্ডার সঙ্গে নিয়েই ধর্নায় বসেন। সেখানে প্রায় ১ ঘণ্টা ধর্না দেওয়ার পর পুরসভার অ্যাম্বুলেন্সে করে মিউনিসিপ্যাল হাসপাতালে যখন তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাঁর অস্কিজেন লেভেল স্বাভাবিক ৯৫ শতাংশ থেকে ৪০ শতাংশে নেমে যায়। যার কারণে হাসপাতাল যাওয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে।

এই ঘটনায় নাসিকের স্বাস্থ্য ব্যবস্থার দিকে আঙ্গুল উঠেছে। সেইসঙ্গে এই ঘটনায় ওই ব্যক্তি ধর্না দেওয়ার জন্য কারা প্ররোচিত করেছিল, তাদের খুঁজছে পুলিশ। ঘটনায় হইচই পড়ে গেছে সর্বত্র।

জানিয়ে রাখি, মুম্বইয়ে বৃহস্পতিবার নতুন করে ৮৬৪৬ জন করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। যার ফলে গত ২৪ ঘণ্টায় নতুন কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজারেরও বেশি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর