৩০ মিনিট! রাতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ, কারণ কী?

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার এক মামলার শুনানিতে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে (college service chairman) রাত সাড়ে ৮টার মধ্যে ধরে আনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। অন্যদিকে জাস্টিস গাঙ্গুলির শুক্রবার সন্ধ্যায় দেওয়া একটি নির্দেশ আধ ঘণ্টার মধ্যে খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division Bench)।

স্কুলে নিয়োগ দুর্নীতির মতোই কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক চাকরিপ্রার্থী। অভিযোগ ছিল, ২০২৩ সালে কলেজে নিয়োগের যে প্যানেল প্রকাশিত হয়েছিল, তাতে অস্বচ্ছতা ছিল। শুক্রবার এই মামলার শুনানিতেই কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে (college service chairman) ধরে আনার জন্য পুলিশকে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বিধাননগর পুলিশ কমিশনারেটকে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘রাত সাড়ে ৮টার মধ্যে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক করকে আদালতে হাজির করুন।’’ এই নির্দেশের ৩০ মিনিটের মধ্যেই ডিভিশন বেঞ্চে খারিজহয়ে যায় সেটি।

আরও পড়ুন: ২০২৩ টেট নিয়ে বড়সড় আপডেট দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ! যা জানালেন সভাপতি গৌতম পাল

গতকাল এই নিয়ে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বলে, ‘‘মামলাটি শুরুতে বিচারপতি গঙ্গেপাধ্যায়ের বেঞ্চে ছিল না। ছিল বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। অস্থায়ী বেঞ্চ হিসাবে ওই মামলাটি শুনানির জন্য বিচারপতি গঙ্গেপাধ্যায়ের বেঞ্চে পাঠানো হয়েছিল। এই মামলায় বিচারপতি চন্দ যে নির্দেশ দিয়েছিলেন তা-ই বহাল থাকবে।’’ এমনটাই নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

high court

আরও পড়ুন: আজও ঝড়-জল! ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়? জানাল হাওয়া অফিস

ডিভিশন বেঞ্চে নির্দেশ খারিজ হয়ে যাওয়ার পরও রাত সাড়ে ৮টায় এজলাসে বসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘‘ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আমি আর শুনানি করছি না।’’ পাশাপাশি ডিভিশন বেঞ্চের কথার প্রেক্ষিতে তিনি আরও বলেন, ‘‘আমার এজলাসে মামলা এসেছিল বলেই আমি শুনেছিলাম।’’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর