মোমিনপুর হিংসায় সিট গঠনের নির্দেশ আদালতের, পাশাপাশি দিতে হবে ক্ষতিপূরণও

বাংলাহান্ট ডেস্ক : গত শনিবার থেকেই উত্তপ্ত সোমবার পর্যন্ত মোমিনপুর ও ইকবালপুর। একের পর এক যে হিংসার (Mominpur Violence) ঘটনা ঘটেছিল তা নিয়ে বিজেপির পক্ষ থেকে মামলা করা হয় হাইকোর্টে। সেই মামলার শুনানি শেষে বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল তথা সিট (SIT) গঠন করার নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে।

আদালত স্পষ্ট করে বলেছে, এই তদন্তে রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য  ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এই ঘটনার তদন্তের দেখভাল করতে হবে। এরই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ, তদন্তের গতিপ্রকৃতি কী তা নিয়ে দু’সপ্তাহ পর রিপোর্ট দিতে হবে হাইকোর্টে। নির্দেশ রয়েছে এমনই।

জানা যাচ্ছে, এই হিংসার ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। এদিন পুলিসের কাছে আদালত জানতে চায়, যে এফআইআরগুলি হয়েছে তার ভিত্তিতে কী কী পদক্ষেপ এখনও পর্যন্ত করা হয়েছে।

রাজ্যের পক্ষ থেকে ইকবালপুর থানার ওসি আদালতে জানান, বেশকিছু আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি উদ্ধার হয়েছে। পাশাপাশি সংঘর্ষে জড়িতদের ৪২ জনকে গ্রেফতারও করা হয়েছে।

এদিন মামলাকারীর পক্ষ থেকে মোমিনপুর কাণ্ডে এনআইএ তদন্তেরও আর্জি জানানো হয়। কিন্তু ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয়। হাইকোর্টের মত, রাজ্য পুলিস যখন তদন্ত করছে তখন এই মুহূর্তে অন্য কোনও সংস্থার তদন্ত করার প্রয়োজন নেই।

কলকাতার পুলিস কমিশনারের উদ্দেশে হাইকোর্ট বলেছে, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। সব ধর্মের মানুষ সেখানে যাতে সুরক্ষিত থাকেন তা নিশ্চিত করা পুলিস প্রশাসনেরই দায়িত্ব।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর