মহিলারা বাইরে কাজ করতেই বাড়ছে বিবাহবিচ্ছেদ! প্রতিক্রিয়া পাক ক্রিকেটারের, শুরু বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক: এবার মহিলাদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক সঈদ আনোয়ার (Saeed Anwar)। মূলত, বিগত কয়েক বছরে পড়শি দেশে বিবাহবিচ্ছেদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টিতে আনোয়ার কর্মরত মহিলাদের দায়ী করেছেন। এদিকে, তাঁর এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি প্রবল সমালোচনার মুখে পড়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আনোয়ার ইসলামের প্রচারক হিসেবে কাজ শুরু করেন। এদিকে, ২০০১ সালে তাঁর একমাত্র কন্যার মৃত্যুর পর তিনি নিজের জীবনের পথ পরিবর্তন করে ক্রিকেট থেকে সরে গিয়ে ধর্ম প্রচারের কাজে যুক্ত হন।

এমতাবস্থায়, আনোয়ারের প্রাক্তন ক্রিকেটারের পাশাপাশি ইসলামের প্রচারক হিসাবে পাকিস্তানের সাধারণ মানুষের কাছে বাড়তি গ্রহণযোগ্যতা থাকলেও মহিলাদের নিয়ে তাঁর এই প্রতিক্রিয়া অধিকাংশজনই মেনে নিতে পারেননি। শুধু তাই নয়, তাঁর ভক্তদের একাংশই এহেনও মতামতের সমালোচনা করেছেন। পাশাপাশি, তাঁর সামাজিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। সম্প্রতি, পাকিস্তানের বিবাহবিচ্ছেদের ঘটনা বৃদ্ধির প্রসঙ্গে আনোয়ারের প্রতিক্রিয়ার একটি ভিডিও তুমুল ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। আর সেটিকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।

জানিয়ে রাখি যে, প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানে বিগত তিন বছরে বিবাহবিচ্ছেদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশ। এদিকে, আনোয়ার দাবি করেছেন যে কর্মরত মহিলাদের কারণে ভেঙে যাচ্ছে সংসার। তাঁর মতে, ‘‘পাকিস্তানের মহিলারা যখন থেকেই কাজ করার জন্য বাইরে যেতে শুরু করেছেন, তখন থেকেই বৃদ্ধি পেয়েছে বিবাহবিচ্ছেদের মতো সমস্যা।” পাশাপাশি, গত তিন বছরে ৩০ শতাংশ বিবাহবিচ্ছেদ বৃদ্ধি নিঃসন্দেহে উদ্বেগের বিষয় বলেও মনে করেছেন তিনি।

আরও পড়ুন: ফের পড়বে পকেটে টান! দাম বাড়তে চলেছে Airtel-এর রিচার্জ প্ল্যানের, চিন্তায় ব্যবহারকারীরা

এদিকে, মহিলাদের উপার্জনের বিষয়ে আনোয়ার বলেন, ‘‘এখনকার স্ত্রীরা তাঁদের স্বামীদের এটাও বলেন যে, ‘তুমি যা খুশি করো। আমি এখন নিজে উপার্জন করে সংসারও চালাতে পারি।’ এর পেছনে কোনও বড় পরিকল্পনা থাকে। সঠিক পরামর্শ না পেলে কেউ ওই পরিকল্পনা ধরতে পারবে না। এভাবেই সমাজকে ধ্বংস করার চক্রান্ত চলছে।”

আরও পড়ুন: ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে “এন্ট্রি” আদানির! শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় পিছিয়ে গেলেন আম্বানি

এর পাশাপাশি বিভিন্ন দেশের সফরের অভিজ্ঞতাও এর মাধ্যমে ভাগ করে নিয়ে আনোয়ার জানান, “বিশ্বের বিভিন্ন জায়গায় আমি যাই। কিছু দিন আগেই আমি ইউরোপ এবং অস্ট্রেলিয়া সফর করেছি। সেখানে দেখেছি যুবসমাজ কিভাবে সমস্যায় পড়ছে। পরিবারগুলির অবস্থাও খুব একটা ভালো নয়। দম্পতিদের মধ্যে অশান্তি রয়েছে। অবস্থা এতটাই খারাপ যে মহিলাদের রোজগার করতে যেতে হচ্ছে এবং উপার্জনকারী মহিলারা নিজেদের ইচ্ছেমতো চলতে চাইছেন।’’ এদিকে, তিনি এটাও দাবি করেছেন যে অস্ট্রেলিয়ার এক শহরের মেয়র থেকে শুরু করে এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন তাঁর কাছে নাকি বিবাহবিচ্ছেদের জন্য কর্মরত মহিলাদের দায়ী করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর