ব্যর্থ নয়! ডিভোর্স হলে কি করা উচিৎ? পরামর্শ দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ ডিভোর্স মানে জীবন শেষ নয়! বিয়ের এক বছরের মাথায় বিবাহ বিচ্ছেদের একটি মামলায় এবার এমনই পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মহারাষ্ট্র-মধ্যপ্রদেশের বিভিন্ন আদালত ঘুরে একটি বিবাহ বিচ্ছেদের মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। ওই মামলার একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছিল স্বামী-স্ত্রী। মামলার পর্যবেক্ষণেই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে বিবাহ বিচ্ছেদ মানেই জীবন ব্যর্থ নয়।

ডিভোর্সের মামলায় বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)

দম্পতির বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করে দিয়ে আদালতের (Supreme Court) তরফে স্পষ্ট জানানো হয়েছে, তাঁদের পরস্পর বিরোধী আইনি লড়াই বন্ধ করে জীবনে এগিয়ে যাওয়া উচিত। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছেন ওই দম্পতিকে।

ভারতীয় সংবিধানের ১৪২ অনুচ্ছেদের বিশেষ ক্ষমতায় বিবাহ বিচ্ছেদের মামলা মঞ্জুর করে দিয়ে ওই দম্পতির পরস্পরের বিরুদ্ধে করা সমস্ত মামলা এদিন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এই মামলার পর্যবেক্ষণে আদালত জানিয়ে দিয়েছে দম্পতির বয়স খুব কম। তাদের দুজনকেই এখন নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করা উচিত। সেই সাথে এদিন পর্যবেক্ষণে আদালত জানিয়ে দিয়েছে, ‘বিয়ে ব্যর্থ মানে জীবন শেষ নয়! তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

আরও পড়ুন: হাতে মাত্র একমাস! রাজ্য নয়, এবার কেন্দ্রের জবাব তলব করল হাইকোর্ট, কোন মামলায়?

মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বিভিন্ন আদালতে পরস্পরের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করেছিল ওই দম্পতি। স্ত্রী তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারা অনুসারে এবং গার্হস্থ্য হিংসা আইনের অধীনে বেশ কিছু মামলা দায়ের করেছিল। জানা যায় ওই দম্পতি ও তার পরিবার প্রতিশোধ এবং মামলা স্থানান্তরের আবেদন করেছিল।

Supreme Court stays on Lokpal order on probing against High Court judges

মামলার পর্যবেক্ষণে আদালত জানিয়েছে দম্পতি ও তাদের আত্মীয়দের বিরুদ্ধে মোট ১৭ টি আলাদা মামলা রয়েছে। এই সমস্ত মামলাগুলি লড়া অর্থহীন বলে মন্তব্য প্রকাশ করেছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। কারণ এই মামলা গুলি বছরের পর বছর চলবে কিন্তু কোন লাভ হবে না। এই প্রসঙ্গে আদালত স্পষ্ট জানিয়েছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে এমনিতেই এই সমস্ত মামলার সমাধান হয়ে যাবে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X