যেন ডানা কাটা পরী! উপচে পড়ছে গ্ল্যামার, বলিউড থেকে সাউথ ফিল্মে আলোড়ন ফেলেছেন দক্ষিণের দিব্যা ভারতী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দিব্যা ভারতীকে (Divya Bharathi) চেনেন তো? হিন্দি ছবির সুন্দরী নায়িকা যিনি অত্যন্ত কম সময়েই উঠেছিলেন জনপ্রিয়তার চূড়ায়। নিজের সময়কার সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা ছিলেন তিনি। আবার তাঁর মৃত্যুও ছিল ততটাই ট্র্যাজিক। জীবনটা শুরু হতে না হতেই শেষ হয়ে গিয়েছিল দিব্যা ভারতীর (Divya Bharathi)। খ্যাতির স্বাদ ঠিকমতো চাখার আগেই ইহজগৎ থেকে বিদায় নিতে হয় তাঁকে। বলিউডে দিব্যা ভারতীর অধ্যায়টা যেমন করুণ তেমনি রহস্যে ভরা।

চর্চায় উঠে এসেছেন দক্ষিণের দিব্যা ভারতী (Divya Bharathi)

তবে দিব্যা ভারতীর মৃত্যুর ৩ দশক পর আবারো জীবন্ত হয়ে উঠলেন তিনি। চর্চায় উঠে এলেন তাঁরই নেমসেক। তবে বলিউডে নয়, দক্ষিণী ছবিতে। তাঁর নামও দিব্যা ভারতী (Divya Bharathi)। মূলত তাঁর নামের জন্যই বেশি পরিচিতি তাঁর। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে দ্রুত জনপ্রিয়তার সিঁড়িতে চড়ছেন দিব্যা। মূলত তামিল এবং তেলুগু ছবিতেই কাজ করেন তিনি। অভিনেত্রীর পাশাপাশি তিনি মডেল হিসেবেও বেশ জনপ্রিয়।

আরো পড়ুন : ফুলের তোড়া নিয়ে মহানায়িকার পায়ের কাছে বসেছিলেন রাজ কাপুর, পত্রপাঠ তাঁকে বিদায় করেন সুচিত্রা সেন! কেন?

অভিনয়ের সঙ্গে মডেলিংও করেন

২০২১ এর ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয় করে কেরিয়ারে বড় ব্রেক পেয়েছিলেন দিব্যা (Divya Bharathi)। তামিল ছবিতে সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন তিনি। সাম্প্রতিক ‘মহারাজ’, ‘গোট’ এর মতো ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার দৌলতেই ফ্যান ফলোয়িং বেড়ে চলেছে দিব্যা ভারতীর।

আরো পড়ুন : একসময়ের মেগা সিরিয়ালের জনপ্রিয় মুখ, লম্বা বিরতির পর নায়িকা হয়ে ফিরছেন এই অভিনেত্রী

তাঁর ছবিতে চোখ কপালে নেটিজেনদের

ইনস্টাগ্রামে কয়েক লক্ষ ফলোয়ার রয়েছে তাঁর। নেট দুনিয়ায় খুবই সক্রিয় থাকেন তিনি। ট্র্যাডিশনাল থেকে ওয়েস্টার্ন পোশাকে প্রায়ই ফটোশুট করতে থাকেন অভিনেত্রী। পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ছবিও শেয়ার করে থাকেন তিনি। শাড়ি হোক কিংবা খোলামেলা মডার্ন অবতার, যেকোনো লুকেই অনুরাগীদের চোখ কপালে তোলার ক্ষমতা রাখেন দিব্যা (Divya Bharathi)। তাঁর আকর্ষণীয় ফিগার বহু পুরুষের রাতের ঘুম ওড়ানোর জোগাড় করে।

Divya Bharathi

প্রসঙ্গত, বড়পর্দার পাশাপাশি টেলিভিশন শোতেও কাজ করেছেন দিব্যা ভারতী। তাঁর অভিনয় দক্ষতাও যথেষ্ট প্রশংসা পেয়ে থাকে অনুরাগী মহলে। তবে এখনো পর্যন্ত বলিউডে কোনো প্রোজেক্টে কাজ করতে দেখা যায়নি দিব্যাকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X