‘পাঁচ টাকায় গান গাইতেন, টি সিরিজই সুযোগ দিয়েছিল’; সোনুকে ‘অকৃতজ্ঞ’ তকমা দিব‍্যার

বা‌ংলাহান্ট ডেস্ক: সোনু নিগম (sonu nigam) অকৃতজ্ঞ। তাঁকে সর্বপ্রথম সুযোগ দিয়েছিল টি সিরিজ (t series)। কিন্তু সে সব তিনি ভুলে গিয়েছেন। এভাবেই গায়কের বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন অভিনেত্রী তথা টি সিরিজের অধিকর্তা ভূষন কুমারের স্ত্রী দিব‍্যা খোসলা কুমার (divya khosla kumar)। উপরন্তু তিনি আরও অভিযোগ করেছেন আবু সালেমের সঙ্গে যোগাযোগ ছিল সোনুর।
সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ভিডিওবার্তা পোস্ট করেছেন দিব‍্যা। সেখানে সোনুর তীব্র সমালোচনা করে তিনি জানিয়েছেন, সোনু নিজেই পাঁচ টাকার বিনিময়ে দিল্লির রামলীলা ময়দানে গান গাইতেন। সেখান থেকে তাঁকে মুম্বই নিয়ে এসে ইন্ডাস্ট্রিতে সুযোগ দেন টি সিরিজের প্রতিষ্ঠাতা গুলশন কুমার। কিন্তু টি সিরিজের বিপদের সময় সোনু অকৃতজ্ঞের মতো অন‍্য কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যান। তখন গুলশন কুমারের ছেলে ভূষন কুমারের বয়স ছিল মাত্র ১৮ বছর। তখন তিনি যে সাহায‍্য চাইতে গিয়েছিলেন সেই সব কথাই এখন তুলছেন সোনু।

sonu
দিব‍্যা আরও অভিযোগ করেছেন, সোনু নিগম যখন নিজেই স্বীকার করেছেন যে ভূষন কুমার তাঁকে বলেছিলেন আবু সালেমের থেকে বাঁচাতে তখন নিশ্চয়ই আবু সালেমের সঙ্গে সোনুর যোগাযোগ ছিল। ভূষন কুমারের বিরুদ্ধে মিটু অভিযোগ দেওয়া নিয়ে দিব‍্যা বলেন, এমন বহু অভিযোগ তাঁদের কাছে এসেছে। তাঁরা পুলিসের সাহায‍্য নিতে জানা গিয়েছে সেসব মিথ‍্যে। এখন সোনুর ভিডিওর পর পুনরায় সেই সব ফোন আসা শুরু হয়েছে। বলা হচ্ছে কাজ বা টাকা দিতে নাহলে মিটুর অভিযোগ দেবে। শুধু তাই নয়, দিব‍্যা জানান তাঁকে ধর্ষণ ও তাঁর সন্তানকে খুনের হুমকি দেওয়া হচ্ছে।
দিব‍্যা আরও বলেন, ইন্ডাস্ট্রিতে ৮০ শতাংশ মানুষকে সুযোগ দিয়েছে টি সিরিজ। নেহা কক্কর, হিমাংশ কোহলি, অর্ক এরাও টি সিরিজের মাধ‍্যমেই ওপরে উঠেছে।

https://www.instagram.com/tv/CB0jC4hpo81/?igshid=fo06z8snd3gq

সম্প্রতি ভূষন কুমারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে দেখা যায় সোনুকে। মারিনা কুওয়ারের নাম উল্লেখ করে সোনু বলেন, তাঁর ভিডিও এখনও পড়ে রয়েছে তাঁর কাছে। সোনুর পেছনে লাগলে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকিও দেন তিনি। এরপরেই তোলপাড় শুরু হয় সোশ‍্যাল মিডিয়ায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর