বাংলা হান্ট ডেস্কঃ দুবাইতে দীপাবলির প্রস্তুতি তুঙ্গে, দুবাইতে এই অনুষ্ঠানের ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো শেয়ার হচ্ছে। কিন্তু এর থেকেও বড় খুশির কথা হল, দুবাই পুলিশ ব্যান্ড দীপাবলির এই উৎসবের একটি অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত বাজায়। দুবাই পুলিশের এই অভিনব উদ্যোগ থেকে প্রতিটি ভারতীয় গর্বের সাথে দুবাই পুলিশের প্রশংসা করছেন। দুবাই পুলিশের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।
Dazzling fireworks at Dubai Festival Mall City filled Dubai sky with colours…thanks @DFCMall @dubaitourism pic.twitter.com/FAvokR1Bun
— India in Dubai (@cgidubai) October 24, 2019
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, দীপাবলি উৎসবের এই অনুষ্ঠানে প্রচুর মানুষ জমায়েত করেন। আর সেই অনুষ্ঠানে যখনই দুবাইয়ের পুলিশ ব্যান্ড ‘জন গণ মন” বাজায়, তখন মানুষ আরও আনন্দিত হয়ে ওঠে। জাতীয় সঙ্গীত শেষ হতেই উপস্থিত মানুষের মধ্যে একটি খুশির হাওয়া বয়ে যায়। দুবাইতে হাজার হাজার মানুষ এই দীপাবলি অনুষ্ঠানের সাক্ষী হন।
Dubai Police band plays India’s national anthem during the mega Diwali celebrations at Dubai Festival City #Diwali #DiwaliUAE pic.twitter.com/lJAaTbdoMA
— Gulf News (@gulf_news) October 24, 2019
সংবাদ সংস্থা IANS খালিজ টাইমের সুত্র থেকে জানায় যে, দুবাইতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দীপাবলি উপলক্ষে বাজি পোরানো হয়, প্রদীপ জ্বালানো হয়। বলিউডের নৃত্য প্রদর্শন ছাড়াও হাতিদের নিয়ে একটি বিশেষ প্যারেডের আয়োজন করা হয়। IANS জানায়, দুবাইতে আগন্তুকেরা বিশেষ হাতি প্যারেড দেখে ভরপুর আনন্দ করেন। বিশ্বস্তরে হাতিদের সংরক্ষণের জন্য এই হাতি প্যারেডের আয়োজন করা হয়েছিল। এটিকে আরও আকর্ষিত করার জন্য ৫০ টি শিশু হাতির মূর্তি বানানো হয়েছিল।