দিওয়ালি ধামাকা! একলাফে দাম কমছে পেট্রোল-ডিজেলের

বাংলা হান্ট ডেস্ক : দীপাবলি তেই এলো দারুন সুখবর! এমনিতে জ্বালানি তেলের (Petrol-Diesel) দাম নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আজকের নয়। এবার উৎসবের দিনেই দেশবাসীর মুখে হাসি ফোটাতে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ছিল ধনতেরাস। গোটা দেশ যখন ধনতেরাস উপলক্ষে সোনা কেনাকাটাতে ব্যস্ত ঠিক তখনই তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল পাম্প ডিলারদের জন্য ডিলার কমিশন বাড়ানোর কথা ঘোষণা করেছেন।

দাম কমছে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel)

জানা যাচ্ছে আগামী ৩০ অক্টোবর থেকে এই ডিলার চার্জের বদল কার্যকর করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দামের যে ফারাক থাকে তা ঘোচাতেই এবার পেট্রোল-ডিজেলের দামে আনা হবে সমতা। এই কারণেই এবার দেশের বেশ কয়েকটি অঞ্চলে পেট্রোল ও ডিজেলের দাম কমাতে আন্তঃরাজ্য ফ্রেইট চার্জকে ‘এক সমান’ করা হচ্ছে।

এই আবহে পেট্রোল ডিজেলের দাম কমা নিয়ে কমানোর বিষয়ে এক বিরাট আশার কথা শোনলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানিয়েছেন কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে পেট্রোলের দাম ৫ টাকা এবং ডিজেলের দাম ২ টাকা কমতে পারে।

গতকাল অর্থাৎ মঙ্গলবার সবাইকে ধনতেরাসের শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি লিখেছেন, ‘তেল উৎপাদক সংস্থাগুলির পেট্রোল পাম্প ডিলারদের ডিলার কমিশন দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত! সাত বছর ধরে যে দাবি চলে আসছে, তা অবশেষে পূরণ হয়েছে। এখন গ্রাহকরা আরও ভাল পরিষেবা পাবেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়বে না। প্রত্যন্ত অঞ্চলে (তেল বিপণন সংস্থাগুলির পেট্রোল এবং ডিজেল ডিপো থেকে দূরে) অবস্থিত গ্রাহকদের সুবিধার্থে আন্তঃরাজ্য মাল পরিবহনকে যুক্তিযুক্ত করার জন্য তেল সংস্থাগুলি আন্তঃরাজ্য ফ্রেট পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম কমবে।’

আরও পড়ুন : ভারতের চমক! UPI দিয়ে গণেশ কিনলেন স্পেনের প্রেসিডেন্ট! বউকে নিয়ে মাতলেন দিওয়ালি সেলিব্রেশনে

কিন্তু প্রশ্ন হল  জ্বালানি সংস্থার রেশনলাইজেশনে সিদ্ধান্তে পেট্রোল-ডিজেলের দাম কীভাবে কমবে? এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীর যুক্তি, ওড়িশার মলকানগিরির কুনানপল্লী এবং কালিমেলায়, পেট্রোলের দাম যথাক্রমে ৪.৬৯ টাকা এবং ৪.৫৫ টাকা কমছে।  একইভাবে রেশনলাইজেশনের ফলেই ডিজেলের দামেও এসেছে বদল। একই জায়গায় ডিজেলের দাম কমেছে যথাক্রমে ৪.৪৫ টাকা ও ৪.৩২ টাকা। এছাড়াও ছত্তিশগড়ের সুকমায় পেট্রোলের দাম ২.০৯ টাকা এবং ডিজেলের দাম ২.০২ টাকা কমবে।

মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন ডিলার কমিশন বৃদ্ধির ফলে আগামীদিনে প্রায়  ৭ কোটি নাগরিক আরও ভালো মানের পরিষেবা পাবেন। একইসঙ্গে তিনি দাবি করেছেন দেশের প্রায় ৮৩ হাজারেরও বেশি পেট্রোল পাম্পে কর্মরত ডিলার এবং সেখানকার প্রায় ১০ লাখ কর্মচারী এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর