বাংলাহান্ট ডেস্কঃ ভারতে চলছে দীপাবলি (diwali) অর্থাৎ আলোর উৎসব। গোটা দেশ সেজে উঠেছে আলোর সাজে। চারিদিকে ঝলমল করছে আলোর রোশনাই। আর সেই আলোর উজ্জ্বলতা পৌঁছে গেল সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বন্ধু দেশ আমেরিকাতেও।
এবার এই দীপাবলি নিয়েই এক বড় ঘোষণা করল আমেরিকা। বন্ধু দেশের এই আলোর উৎসব অর্থাৎ দীপাবলি উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণা করার জন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেসেন্টেটিভস’-এ এক বিল পেশ করলেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সদস্য ক্যারোলিন বি ম্যালোনে। ‘দীপাবলি ডে অ্যাক্ট’-এর পক্ষে ছিলেন রাজা কৃষ্ণামূর্তির মতো বেশ কয়েক জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্যও।
Join me live as I introduce my bill to make Diwali a Federal Holiday! https://t.co/PxTwbjmf7Q
— Carolyn B. Maloney (@RepMaloney) November 3, 2021
কোনরকম বিরোধীতা না করে প্রভাবশালী কংগ্রেস সদস্য গ্রেগরি মিকস এই বিষয়ে সমর্থন করেন। সেইসঙ্গে এই বিলের পক্ষেই রায় দেয় ‘দ্য হাউস অফ ফরেন অ্যাফায়ার্স কমিটি’। অর্থাৎ এবার থেকে আমেরিকাতেও পালিত হবে দীপাবলি এবং এইদিন থাকবে জাতীয় ছুটিও।
দীপাবলিতে জাতীয় ছুটির স্বপক্ষে সওয়াল করে ম্যালোনে বলেন, ‘চলতি বছরে কোভিডের অন্ধকারের বিরুদ্ধে এগিয়ে চলার প্রতীক হল দীপাবলি। অন্ধকারের উপর আলোর জয়, অর্থাৎ এই দুষ্টের পরাজয় শিষ্ঠের জয় করতে পেরে আমি গর্বিত’।
তিনি আরও বলেন, ‘এই দীপাবলি পালনের মধ্য দিয়েই সুখ, নিরাময়, শিক্ষা, আলো এবং অনিশ্চিত সময়ের পথের দিশারী হতে চাই আমরা। ”দীপাবলি ডে অ্যাক্ট” বলটি পেশ করতে পেরে আমি খুবই আনন্দিত’।
এই বিলের বিষয়ে ‘দ্য হাউস অফ ফরেন অ্যাফায়ার্স কমিটি’র চেয়ারম্যান গ্রেগরি মিকস জানান, ‘এই বিলটির সপক্ষে রয়েছি আমরা। কারণ মার্কিন সমাজে সকলের সঙ্গে ভাগ করে নেওয়া উচিৎ এই দীপাবলি। অন্ধকারের উপর আলোর জয়ের কথা বলা এই দিনটি খুবই ভালো’।