আসল গল্প থেকে সরে যাচ্ছে ‘মিঠাই’, সিরিয়ালে দেখা যাবে না এই গুরুত্বপূর্ণ চরিত্রকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টিআরপির উত্থান পতন সত্ত্বেও দর্শকদের প্রিয় সিরিয়ালের (Bengali Serial) তকমা এখনো ধরে রেখেছে ‘মিঠাই’ (Mithai)। জি বাংলার মোটামুটি পুরনো সিরিয়ালগুলির মধ‍্যে মিঠাই অন‍্যতম। কিন্তু গত প্রায় দেড় বছর ধরে সেরা দশের টিআরপি তালিকায় ঠিকই জায়গা করে নেয় এই সিরিয়াল।

হ‍্যাঁ, বাংলা সেরার সিংহাসন মিঠাই হারিয়েছে ঠিকই। কিন্তু দর্শকদের ভালবাসা তাতে কমেনি। সিরিয়ালে নিত‍্য নতুন চরিত্রের আসা যাওয়া লেগেই রয়েছে। অতি সম্প্রতি মিঠাইতে এনট্রি নিয়েছে ওমি আগরওয়ালের বোন পিঙ্কি। এই চরিত্রে অভিনয় করছেন অনন‍্যা গুহ। এবার খবর এল, আরেকটি চরিত্র আপাতত বিদায় নিচ্ছে মিঠাই থেকে।


হল্লা পার্টির গুরুত্বপূর্ণ সদস‍্য শ্রীতমা ওরফে অভিনেত্রী দিয়া মুখোপাধ‍্যায়কে (Diya Mukherjee) দেখা যাবে না মিঠাইতে। আপাতত সিরিয়ালের গল্প অন‍্য দিকে মোড় নিয়েছে। ওমির বোন পিঙ্কির প্রেমে হাবুডুবু খাচ্ছে স‍্যান্ডি। কিন্তু শত্রুর বাড়িতে বোনের বিয়ে দেবে না ওমি। এদিকে পিঙ্কিও জানিয়ে দিয়েছে, ‘স‍্যান্ডিজি’ কে না পেলে সে বিষপান করবে!

তাই হল্লাপার্টি পরিকল্পনা করেছে ওমির বাড়ি থেকেই তুলে আনা হবে পিঙ্কিকে। সেই মতো অবাঙালি মেহেন্দি পরানোর মহিলাদের সাজে ওমির বাড়িতে ঢুকেছে মিঠাই, নন্দা ও নীপা। অন‍্যদিকে শ্রী ও রাতুলের কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে আসল মেহেন্দি ওয়ালিদের আটকানো।

এতদূর পর্যন্ত দেখা গিয়েছে শ্রীকে। তবে এরপর থেকে দিয়াকে আর হল্লা পার্টিতে দেখা যাবে না বলেই খবর। তবে দর্শকদের চিন্তার কোনো কারণ নেই। কারণ দিয়ার এই বিরতি সাময়িক। সামনেই তাঁর পরীক্ষা। তাই কিছুদিন সিরিয়াল থেকে বিরতি নিয়ে পড়াশোনায় মন দিতে চান বাস্তবের শ্রীতমা। তবে পরীক্ষা শেষ হলেই আবারো মিঠাইতে ফিরবেন তিনি।


মিঠাইয়ের এখনকার গল্প নিয়ে যদিও নাখুশ দর্শকদের একাংশ। যে কারণে সিড মরার ভান করে রিকি দ‍্য রকস্টারের ছদ্মবেশ নিল, সেই তদন্তটাই হচ্ছে না ঠিকমতো। তার মাঝেই স‍্যান্ডি পিঙ্কির লভস্টোরির ট্র‍্যাক। আসল গল্প থেকে সরে যেতেই নাকি টিআরপি কমছে মিঠাইয়ের, দাবি দর্শকদের।

X