বাংলাহান্ট ডেস্ক: যতদিন যাচ্ছে তত টেলিভিশনে বাড়ছে চ্যানেল সংখ্যা। আর সে সব চ্যানেলে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সিরিয়াল (Serial)। অভিনয় জগতের আকর্ষণে হরদমই তরুণ তরুণীরা পা রাখছেন এই ইন্ডাস্ট্রিতে। বেশিরভাগেরই স্বপ্ন নায়ক নায়িকা হওয়ার। কিন্তু সবার ভাগ্যে শিকে ছেঁড়ে না। এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা শুরুটা নায়িকা হিসেবে করলেও পরবর্তীকালে পার্শ্বচরিত্র হয়েই থেকে গিয়েছেন। অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের (Diya Mukherjee) সঙ্গেও হয়েছে এমনটাই।
দিয়ার অভিনয় জগতে পা রাখা ‘সীমারেখা’ সিরিয়ালের হাত ধরে। ‘বিন্দি’ চরিত্রে প্রথম বারেই দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন তিনি। ওই সিরিয়ালে নায়িকা চরিত্রে অভিনয়ের পর আরো একটি সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন দিয়া। ‘মিঠাই’ তাঁর কেরিয়ারে বড় ব্রেক হলেও মুখ্য চরিত্রে আর দেখা যায়নি তাঁকে।
এবার এক নতুন খবর দিলেন দিয়া। রোজগারের নতুন উপায় পেয়ে গিয়েছেন তিনি। বর্তমানে বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীই অভিনয়ের পাশাপাশি একটি বিকল্প পেশার সঙ্গেও যুক্ত থাকেন। দিয়াও সম্প্রতি আরো একটি কাজ শুরু করেছেন। নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।
এখন অধিকাংশ মানুষই রোজগারের উপায় হিসেবে বেছে নিচ্ছেন ইউটিউবকে। মিঠাই সিরিয়াল টিমের সৌমিতৃষা কুণ্ডু, তন্বী লাহা রায় এবং ঐন্দ্রিলা সাহার ইউটিউব চ্যানেল রয়েছে। দিয়াও অবশেষে জুড়ে গেলেন ভ্লগারদের দলে। দিন কয়েক আগেই ইউটিউব চ্যানেলটি খুলেছেন তিনি। নাম দিয়েছেন নিজের নামেই। পোস্ট করেছেন ভিডিও। এর মধ্যেই ১০০০ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে দিয়ার।
প্রসঙ্গত, মিঠাই সিরিয়ালে নায়ক সিডের বোন শ্রীতমার চরিত্রে অভিনয় করেছিলেন দিয়া। তাঁর চরিত্রটি দর্শকদের খুবই পছন্দ হয়েছিল। বিশেষ করে শ্রী রাতুলের জুটি মিঠাই সিডের মতোই হিট হয়েছিল। তবে মিঠাই শেষ হওয়ার পর নতুন কোনো প্রোজেক্টের ঘোষণা এখনো করেননি দিয়া।