রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বিশেষ উদ্যোগ রেলের, দেশের সমস্ত স্টেশনকে সাজানো হবে আলোকসজ্জায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ২২ শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি স্বয়ং সেদিন প্রাণ প্রতিষ্ঠা করবেন রামলালার। মন্দির উদ্বোধন ঘিরে এখন সাজো সাজো রব গোটা অযোধ্যা জুড়ে। অতি প্রাচীন অযোধ্যা শহরকে রাম মন্দির প্রতিস্থাপন ঘিরে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। চোখ ধাঁধানো আলোক স্তম্ভ, নতুন রাস্তা, বিভিন্ন কারুকার্যে সেজে উঠেছে অযোধ্যা।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আগামী ২২শে জানুয়ারি প্রত্যেক ভারতবাসীকে অনুরোধ করেছেন নিজেদের ঘরে দ্বীপ জ্বালিয়ে রামলালাকে স্মরণ করতে। অনুরোধ করা হয়েছে এ দিনটিকে দীপাবলির মতো করে উদযাপন করতে। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যখন দেশের একাধিক জায়গায় বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখন ভারতীয় রেলও নিজেদের প্রস্তুত করছে আগামী ২২শে জানুয়ারির জন্য।

আরোও পড়ুন : ‘আত্মরক্ষার তাগিদ’, এয়ার স্ট্রাইকে ইরানকে সমর্থন ভারতের! পাকিস্তানের জন্য গেল কড়া বার্তা

রাম মন্দির উদ্বোধনের দিনটি স্মরণীয় করে রাখতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সেদিন প্রত্যেকটি স্টেশনকে প্রদীপের আলোয় সাজানো হবে। এছাড়াও রাম মন্দির উদ্বোধনকে ঘিরে অনুষ্ঠানের আয়োজন করা হবে স্টেশনে। রেল মন্ত্রকের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, আগামী ২২ শে জানুয়ারি দীপাবলির মতো করে উদযাপন করা হবে।

আরোও পড়ুন : সোনায় সোহাগা! DA না বাড়লেও ফের বাড়ল ছুটি, কবে মিলবে? বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

দেশের প্রত্যেকটি ছোট-বড় স্টেশনে আলো দিয়ে সাজানো হবে। স্টেশন মাস্টাররা স্থানীয় মানুষদের সহযোগে আয়োজন করবেন বিশেষ অনুষ্ঠানের।৮৯১১টি স্টেশন রয়েছে ভারতীয় রেলের আওতায়। ছোট-বড় নির্বিশেষে সমস্ত স্টেশনকেই সাজিয়ে তোলা হচ্ছে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে। সব মিলিয়ে বলা যায়, মুগ্ধ হবেন আমজনতা।

img 20240118 wa0008

এছাড়াও পুণ্যার্থীরা যাতে অযোধ্যায় পৌঁছাতে পারেন, সেই জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৬ টি  অযোধ্যাগামী ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অযোধ্যা স্টেশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ধাম স্টেশন রাখা হয়েছে। যাত্রী ভিড় সামলাতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে রেলের তরফ থেকে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X