মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নতুন পালক, আরেকটি বিশ্ববিদ্যালয় থেকে পেতে চলেছেন ডি’লিট

বাংলা হান্ট ডেস্ক : আগামী সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে দেওয়া হবে ডি’লিট উপাধি। তিনি আর কেউ নন স্বয়ং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বলা বাহুল্য, তিনি রাজ্যের যেসব সরকারী বিশ্ববিদ্যালয়গুলি আছে তিনি সেগুলির প্রধান বা আচার্য।

অন্যদিকে বেসরকারি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন ফাদার রাফায়েল জে হাইড। তাই মুখ্যমন্ত্রীকে কে এই উপাধি দান করবেন, এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কিছু নিশ্চিত করেনি। অন্যদিকে, রাজ্য সরকার ঠিক করে রেখেছে যে এখন থেকে এই সব বিশ্ববিদ্যালয়গুলিতে এখন ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে শিক্ষা মন্ত্রীকে বসানো হবে। এর জন্যই আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপালকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর যে, মুখ্যমন্ত্রী ওইদিন পড়াশুনোর সফল অন্তের জন্য যে বক্তৃতা দেওয়া হয়, তা আলোচনা করতে চলেছেন। পাশাপাশি আরও ৭৭০ জন পড়ুয়াদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। ২০১৭ সালে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় রূপে আত্মপ্রকাশ করে। আর তার এই যাত্রা পথে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকটাই সাহায্য করেন।

Xavier's University

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর যে, তাঁরা সত্যিই খুব উপকৃত মুখ্যমন্ত্রীর কাছে। তিনি তাঁদের সহায়তা না করলে আজ এই বিশ্ববিদ্যালয় একটি অটোনমাস প্রতিষ্ঠান হিসেবে পরিচয় পেতো না। আর তাই মুখ্যমন্ত্রীকে সম্মান জানানোর উদ্দেশ্যে তাঁরা তাঁকে এই ডি’লিট উপাধি প্রদান করতে চলেছে। তবে এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মুখ্যমন্ত্রীকে এই উপাধি দেওয়া হয়েছিল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর