নির্বাচনের আগে বড় ধাক্কা! জোট ছেড়ে বেরিয়ে গেল এক সঙ্গী

বাংলা হান্ট ডেস্কঃ তামিলনাড়ুতে ভোটের মুখে এআইএডিএমকে নেতৃত্বাধীন জোট ছেড়ে বেরিয়ে গেল দেশীয়া মুরপোক্কু দ্রাবিদা কাজগম (DMDK)। আচমকাই নির্বাচনের আগে জোট ছাড়ায় তামিলনাড়ু দখলের স্বপ্ন দেখা বিজেপির চিন্তা বাড়ল।

DMDK এর এক নেতা জানিয়েছেন, এবারর নির্বাচনে আমরা যতগুলো আসন চেয়েছিলাম, ততগুলো আমাদের দেওয়া হয়নি। আমাদের দাবি না মানায় আমরা জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, আমাদের দাবি মতো আসন না দিলে আমাদের দলের ক্ষতি হবে, আর আমরা চাইনা আমাদের দলের কোনও ক্ষতি হোক।

বলে রাখি, AIADMK নেতৃত্বাধীন এই জোটে DMDK ছাড়াও রয়েছে বিজেপি। আর DMDK এর সিদ্ধান্তে জোট যে নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেলো। সেটা বলাই বাহুল্য।

গোটা দেশে বিজেপির প্রভাব থাকলেও, দক্ষিণের রাজ্যগুলোতে তেমন কোনও প্রভাব সৃষ্টি করতে পারছে না গেরুয়া শিবির। তবে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের পুরসভা নির্বাচনের বিজেপির অভূতপূর্ব সাফল্য নতুন করে আশা জুগিয়েছে। আর সেই কারণে বিজেপি এখন তামিলনাড়ু, কেরল সমেত দক্ষিণের রাজ্য গুলোতে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে।

সেই সুত্রে অমিত শাহ পশ্চিমবঙ্গের মতো তামিলনাড়ুতেও থেকে থেকেই যাত্রা করছেন। নরেন্দ্র মোদীর ব্রিগেডের দিনে তামিলনাড়ুতে একটি রোড শো করেছিলেন অমিত শাহ। আর সেই রোড শোয়ে জনপ্লাবন চোখে পড়েছিল। ইতিমধ্যে বিজেপি তামিলনাড়ুতে ঘর ঘর প্রচার অভিযান শুরু করেছে। অমিত শাহ ভোটারদের আশ্বাস দিয়ে বলেছেন যে, এবার রাজ্যে AIADMK-BJP জোটই ক্ষমতায় আসছে।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর