বাড়িতে বসেই করুন করোনা পরীক্ষা, অভিনব ডিভাইসের সাহায্যে রিপোর্ট পাবেন কিছু সময়েই

বাংলাহান্ট ডেস্কঃ বাড়িতে বসেই করে ফেলুন করোনা (corona), হার্ট (heart) এবং ফুসফুসের (lung) পরীক্ষা! কি অবাক লাগছে? একদমই নয়। নয়ডার (noida) গৌতম বুদ্ধ নগর জেলার বাসিন্দা রাহুল রাস্তোগি এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন। তাঁর বাবার শারীরিক সমস্যার কথা মাথায় রেখেই এই অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন রাহুল।

৩ বছর ধরে গবেষণার পর একটি পকেট সাইজের ডিভাইস তৈরি করেন রাহুল। যার সাহায্যে আপনি ঘরে বসেই ইসিজি, শরীরের তাপমাত্রা, রক্তচাপ, মানসিক চাপ, অক্সিজেনের স্তর, কম ইনফ্রারেডের সাথে যোগাযোগ করা, ফুসফুস পরীক্ষা করতে পারবেন। আর কিছু সময়ের মধ্যেই ঘরে বসেই পরিক্ষার রিপোর্টও জানতে পারবেন।

http comftimagepublishupp prod uss3amazonaws 2005110541

এই কাজ প্রথমে ২ জন শুরু করেছিলেন। কিন্তু আজকের দিনে দেশের প্রায় ৪০ জন এবং বিদেশের ৫ জন এই যন্ত্র ব্যবহারের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছেন। অন্যদিকে এই যন্ত্র প্রায় ৩ লক্ষ মানুষ ব্যবহারও করছেন।

এই পকেট সাইজের ডিভাইসটি ব্যবহার করা খুবই সহজ। এটি মোবাইলের মাধ্যমে চালনা করতে হয় এবং আপনার পরীক্ষার ফলাফল কয়েক মুহূর্তের মধ্যেই আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে চলে আসবে। চাইলে আপনি পরবর্তীতে সেই রিপোর্ট কোন চিকিৎসককেও দেখাতে পারবেন।

এই পকেট সাইজের ডিভাইস তৈরির বিষয়ে রাহুল রাস্তোগি জানিয়েছেন, একটা সময় তাঁর বাবার শারীরিক অবস্থা অবন্নতির দরুণ রোগ চিকিৎসকের কাছে যাওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সেইসময় তিনি এই ডিভাইসের বিষয়ে ভাবনা চিন্তা করেন, যার ফল আজকের দিনে দেখা যাচ্ছে। এই ডিভাইস তৈরির মাধ্যমে তিনি আরও ৪৫ জনের কর্মসংস্থানেরও সুযোগ করে দিয়েছেন।


Smita Hari

সম্পর্কিত খবর