এই দিনগুলিতে ভুলেও কাটবেন না নখ চুল দাড়ি, করলেই হয়ে যাবেন কাঙাল

বাংলাহান্ট ডেস্ক: আপনি কি জানেন নখ কাটার সঠিক সময় কোনটি? কখন নখ কাটলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বিরাজমান থাকবে? জানেন কোন সময় নখ কাটলে বিপদে পড়তে পারেন? সঠিক সময় নখ না কাটলে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। নখ কাটার সঠিক সময় কোনটি? এ বিষয়ে নিদান দেওয়া রয়েছে জ্যোতিষশাস্ত্রে (Astrology)। সেখানে বলা হয়েছে কোন দিন এবং কোন সময়ে নখ কাটলে তা আপনার জন্য শুভ হবে। সঠিক সময় এই কাজটি না করলে আপনার জীবনে পড়তে পারে নেতিবাচক শক্তির প্রভাব।

জ্যোতিষে বলা হয়েছে, ভুল দিনে বা ভুল সময়ে নখ কাটলে আপনার জীবনে ব্যাপক আর্থিক ক্ষতি হতে পারে। এর জেরে আপনি কাঙাল অবধি হয়ে যেতে পারেন। তাই সঠিক দিনক্ষণ না জানা থাকলে আপনারই বিপদ হতে পারে। বলা হয়েছে, সপ্তাহের তিনটে দিন বাদে যে কোনও দিনই আপনি নখ কাটতে পারেন। এছাড়াও স্নান না করে নখ কাটতে নেই। 

nail cutting

স্নান করে তবেই নখ কাটার কথা বলা হয়েছে। কারণ স্নান করার পর নখগুলি নরম হয়ে যায়। সেই সময় এগুলিকে সহজেই কাটা যায়। এছাড়াও নখ কাটা শেষ করে ভাল করে হাত ধোয়ার কথাও লেখা আছে শাস্ত্রে। শুধু তাই নয়, রাতের বেলা নখ না কাটার কথাও বলা হয়েছে। শাস্ত্রে লেখা, রাতের বেলা নখ কাটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। রাতে নখগুলি জলের সংস্পর্শে না আসায় শক্ত হয়ে যায়। তাই এই সময় নখ কাটা কষ্টদায়ক হতে পারে। 

শাস্ত্রে আরও লেখা আছে, রাতের অন্ধকারে নখ কাতলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বেশি পড়বে। কারণ রাতের বেলা নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে। তাই এই সময় এমন কোনও কাজ করলে এগুলি নেতিবাচক শক্তিকে আরও বেশি আকর্ষণ করে। তাই রাতের বেলা নখ কাটলে অনেক রকম ক্ষতি হতে পারে। একইসঙ্গে সন্ধ্যা বা রাতে মা লক্ষ্মী বিরাজ করেন। এটি তাঁর আসার সময়।

তাই এই সময়ে যদি কেউ নখ কাটেন, তাতে ধন-সম্পত্তির দেবী অসন্তুষ্ট হন। তিনি অসন্তুষ্ট হলে জীবনে টাকা পয়সা আসার সম্ভাবনা কমে যায় এবং দারিদ্র প্রবেশ করে। যা আপনার মারাত্মক ক্ষতি করতে পারে। এছাড়া বৃহস্পতিবারও নখ কাটতে বারণ করা হয়। কারণ এ দিন লক্ষ্মীবার বলে পরিচিত। এই দিন মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। ফলে এই দিন যদি কেউ নখ কাটেন, তাহলে মা অসন্তুষ্ট হন এবং সেই ব্যক্তিকে শাস্তি দেন। এর জেরে তার জীবনে নেমে আসে দারিদ্রের কালো ছায়া। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর