শনিবার ভুলেও করবেন না এই সকল কাজ, শনিদেবের রোষানলে জীবনে নামবে চির আঁধার

বাংলাহান্ট ডেস্কঃ দেবতা শনি (Shani dev) হলেন দেব সূর্য এবং মাতা ছায়ার পুত্র। এই জগত সংসারে শনি দেবকে সকলেই সামলে চলেন। সকলেই বলেন শনির দৃষ্টি একবার কাড় উপর পড়লে, সহজে তা থেকে মুক্তি পাওয়া যায় না। শনি দেবকে তুষ্ট রাখতে আমরা কত কি না পালন করি।

shanideva 3

প্রত্যকে শনিবার সারাদিন উপোষ থেকে সন্ধ্যায় মন্দিরে গিয়ে শনি দেবের নিমিত্তে পুজো অর্পন করেন। সংসারের মঙ্গল কামনা এবং পরিবারের সুখ শান্তি বজায় রাখতে হিন্দু মহিলারা শনি দেবের পূজা করে থাকেন। তবে শনি দেবকে সন্তুষ্ট করতে যেমন বিভিন্ন নিয়ম কানুন পালন করতে হয়, তেমনই এমন কিছু কাজ আছে যা শনিবার না করাই শ্রেয়।

নুনঃ সপ্তাহের আর যে কোন দিন নুন কিনতে যান না কেন, শনিবার দিনটা অন্তত নুন কিনতে না যাওয়াই শ্রেয়।
জুতো বা কালো জামাঃ অনেকেই আছেন যারা কালো রং খুব পছন্দ করেন। তবে সেক্ষেত্রে কালো রঙের কোন নতুন জিনিস কেনার আগে মাথায় রাখবেন শনিবার দিন কখনই শুভ হবে না আপনার জন্য।

cf824 nuts top photo1 1

বাদামঃ শনিবার দিন বাদামও কিনতে নেই। তবে ঘরে থাকলে খেতেই পারেন।

175905kalerkantho 20 01 29 ak 18

কাঠের ফার্নিচারঃ কাঠের তৈরি আসবাবপত্র শনিবার বাদে সপ্তাহের যে কোন দিন কিনতে পারেন। তবে খুব প্রয়োজন না হলে, শনিবার দিনটা কাঠের জিনিসপত্র কেনা বেনা না করাই মঙ্গল।

0317 Blacksmithing

লোহার জিনিসঃ শনিবার দিন চেষ্টা করবেন লোহার জিনিস কেনা থেকে দূরে থাকতে। পারলে শনিবার কোন ধরণের যানবাহন না কেনাই আপনার পক্ষে শুভ।

বৈদ্যুতিক সামগ্রীঃ বৈদ্যুতিক সামগ্রী কেনার ক্ষেত্রে শনিবার দিনটা এড়িয়ে যাওয়াই মঙ্গল।

88328 lampong20170704125420

গোলমরিচঃ গোলমরিচ শেষ হয়ে গেলে কখনই শনিবারে কিনতে যাবেন না। দরকার হলে গোলমরিচ ছাড়াই খাবার খাবেন।

বেগুনঃ শনি মঙ্গলবার বেগুন পুড়িয়ে খাওয়ার রীতি রয়েছে। তবে শনিবার কখনই বেগুন কিনবেন না। খেতে হলে, আগে থাকতে কিনে রাখুন।

image 1 39

সর্ষের তেলঃ রান্নাঘরে যদি সর্ষের তেল বাড়ন্ত থাকে, তাহলে প্রয়োজনে সেদ্ধ ফুটিয়ে খাবেন। তাও শনিবার সর্ষের তেল কিনবেন না। এমনকি সর্ষেও কিনবেন না।

bojropat somoy 123184

ছাতাঃ গরমে অথবা বৃষ্টিতে কষ্ট হলেও শনিবার কখনই ছাতা কেনা উচিত নয়।

kalo

কালো শস্যঃ রান্নাঘরে খাবার তৈরির ক্ষেত্রে কালো রঙের যত শস্য আছে, তা কখনই শনিবার কিনবেন না।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর