বাংলাহান্ট ডেস্কঃ দিল্লীতে (Delhi) কেজরিওয়াল সরকার নির্বাচনে জয় লাভের পর বিদ্যুতের বিলে ছাড়পত্র নিয়ে এসেছিলেন। তাঁর দেখাদেখি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বলেছিলেন এবার থেকে বিদ্যুতের বিলে মিলবে বিরাট ছাড়। কিন্তু কোথায় সেই ছাড়? বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে বিপাকে পড়লেন সাধারণ মানুষ।
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি পাওয়া যাবে বলে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। রাজ্য সরকারের বাজেট পেশ করার সময়ে তিনি ‘হাসির আলো’ নামে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। প্রকল্পে বলা হয়েছিল পশ্চিমবঙ্গের (West Bengal) ৩৫ লক্ষ গরীব পরিবারকে তিন মাসে ৭৫ ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে রাজ্যরে তরফ থেকে। তবে বিল জমা দিতে গিয়ে এই ধরণের কোন নিয়মের উল্লেখ করা নেই বলে দিলেন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা।
নির্বাচনের আগে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভোট গ্রহণের জন্য তৃণমূল (TMC) এই ধরণের প্রচার করেছে বলে অভিযোগ করছে বিজেপি (BJP)। তবে সাধারণ মানুষ যদি এই সুবিধা নাই পায়, তাহলে কেন এই ঘোষণা করা হয়েছিল, তা নিয়েও উঠছে প্রশ্ন।
ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, ”কিছু জায়গায় এই বিদ্যুতের ছাড়পত্রের সরকারি নির্দেশ ইতিমধ্যেই চলে গেছে। তবে কয়েকটি জেলার বিদ্যুৎ দফতরে এখনও এই নির্দেশ পৌঁছায়নি। যে জায়গাগুলতে এই নির্দেশ পৌঁছায়নি, সেখানেও খুব শীঘ্রই চলে যাবে। এই নিয়ে হইচই করার মতো বিশেষ কিছুই নেই”। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা এই নিয়ম ঠিক করে থেকে চালু হবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা কল্পনা।