বাংলাহান্ট ডেস্কঃ এ যেন এক মহামারী। সারা বিশ্বজুড়ে চলছে করোনার দাপট। মারা গিয়েছে অনেক মানুষ। পাশাপাশি আক্রান্তের সংখ্যাটাও যেন অনেক। কিন্তু এই মারণ ভাইরাস থেকে ছাড় পায়নি এক মাসের দুধের শিশু। কিন্তু এই ভাইরাসকেই জয় করল শিশুটি। করোনাও হার মানল তার কাছে। সুস্থ হয়ে বাড়ি ফিরল শিশুটি।
বয়স মাত্র এক মাস ৷ কিন্তু এত ছোট বয়সেই মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয় থাইল্যান্ডের (Thailand) ওই শিশু ৷ তার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন অভিভাবকরা ৷ কিন্তু মিরাকল সত্যি ঘটে ৷ করোনাকে হারিয়ে এখন দিব্যি হাসছে ফুটফুটে দুধের শিশু ৷ নিজের অজান্তেই সে গড়ে ফেলেছে রেকর্ডও ৷
বিশ্বের সবচেয়ে কমবয়সী হিসেবে করোনাকে (corona virus) হারাতে সফল ওই থাই শিশু ৷ গোটা বিশ্বে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষেরও বেশি ৷ মৃত্যুর সংখ্যাও প্রায় দু’লক্ষ ছুঁতে চলল ৷ এই অবস্থায় এই ছোট্ট শিশুর করোনাকে জয় করার খবর অত্যন্ত আনন্দের ৷ চিকিৎসকরা জানিয়েছেন,করোনার কবল থেকে মুক্ত করতে শিশুটির জন্য তাঁরা চারটি অ্যান্টিভাইরাল ওষুধের ব্যবহার করেছিলেন। তাতেই কাজ হয়েছে। ১০ দিন ধরে শিশুটির চিকিৎসা করা হয়