কোনও উপসর্গই নেই তাও করোনা পজিটিভ! চার্নকের চিকিৎসকের শরীরে মিলল COVIED-19

বাংলাহান্ট ডেস্কঃ COVIED-19 এর জেরে সারা বিশ্ব তোলপাড়। এই ভাইরাসের জেরে মারা গেছেন অনেকে। আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যদিও এই মারণ করোনা ভাইরাসের অনেক উপসর্গ আছে। কিন্তু উপসর্গ না থাকলে কেউ করোনা (corona) আক্রান্ত হতেই পারেন। তা বলছে বিশেষজ্ঞরা। তাঁরা বলছে,  টেস্টের পরামর্শ দিচ্ছেন তাঁরা। কথাটা একেবারেই খাঁটি, তার প্রমাণ মিলল এরাজ্যেই। তেলঘড়িয়ার চার্নক হাসপাতালের  (Charnock Hospital in Telghia) এক চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার খবরে চমকে গিয়েছেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ ও আক্রান্ত চিকিৎসকের ঘনিষ্ঠরা।

corona virus 6

কেন? কারণ ওই চিকিৎসকের করোনায় (corona) আক্রান্ত হওয়ার মতো কোনও উপসর্গই ছিল না। একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি। সেই তাঁরই কিনা করোনা পজিটিভ! জানা গিয়েছে, তেঘরিয়ার বেসরকারি হাসপাতালেও চার্নেকর এক কিডনি রোগীর শরীরে করোনার অস্তিত্ব মিলেছিল। ওই রোগীর ডায়ালিসিস চলছিল সেখানে। পরে দেখা যায়, তাঁর পর ডায়ালিসিস হওয়া অন্য বেশ কয়েক জন রোগীও করোনা পজিটিভ হয়ে গিয়েছেন। এর পরই হাসপাতালের বহু কর্মীকে কোয়ারানটিন করা হয়। পাশাপাশি জীবাণুমক্ত করার কাজও শুরু হয়। রবিবার হাসপাতালের তরফে এক মুখপাত্র জানান, এর জন্য নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ সাময়িক বন্ধ থাকছে। অর্থাৎ এক অর্থে বন্ধই রাখা হয়েছে হাসপাতাল।

corona55555

এরপরই জরুরি বিভাগের তিন চিকিৎসকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যেই একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে নিউটাউনে (newtown)আইসোলেশনে রাখা হয়েছে।


সম্পর্কিত খবর