বাংলাহাণ্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া সম্ভব।
প্রত্যেক মানুষই প্রতিদিন একটা বিশাল সময় বিছানায় কাটায়৷ প্রতিদিনের কাজের শেষে ক্লান্ত হয়ে বিছানায় নিজেকে এলিয়ে দেয়। কিন্তু জ্যোতিষ বলে বিছানার নিচে এই কয়েকটি জিনিস রাখলে আপনার ঘুম সম্পূর্ণ হয় না। জেনে নিন এই জিনিস গুলো কি কি
জ্যোতিষ মতে খাটের নিচে জুতো রাখা একেবারেই অনুচিত খাটের নিচে জুতা রাখলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে, শারীরিক ক্লান্তি থাকলেও আপনার ভালো ঘুম না হতে পারে।
জুতোর মতো খাটের নিচে রাখবেন না ঝাড়ু ও। এর ফলে আপনার অর্থনৈতিক স্থিতাবস্থা ভেঙে যেতে পারে। সংশয় দেখাইতে পারো অভাব বাড়তে পারে দারিদ্রতা
খাটের নিচে যন্ত্রপাতি খেলার পোশাক ব্যায়ামের জিনিস ইত্যাদি থাকলে দাম্পত্য জীবন বিঘ্নিত হয়। পাশাপাশি সঙ্গীর সাথে তৈরি হয় মানসিক দূরত্ব।
বই পড়তে আমরা অনেকেই ভালবাসি কিন্তু কোনভাবেই খাটের নিচে বই রাখা যাবে না, কারণ বই মানুষকে মানসিকভাবে উত্তেজিত করে এবং ঘুমের সময় প্রয়োজনীয় মানসিক শান্তি পাওয়া যায় না।
বাস্তু মতে ছুরি-কাঁচি ইত্যাদি জিনিস খাটের নিচে রাখবেন না। এই জিনিস গুলি হিংসার প্রতীক খাটের নিচে জিনিসগুলি থাকলে সংসারে অশান্তি বাড়তে পারে।
পাশাপাশি জীবনের সৌভাগ্যের জন্য আপনি খাটের নিচে রাখতে পারেন আয়না, সুগন্ধি, টাকা জমানোর ভার এর মত জিনিসপত্র।