শাহরুখের ছবির প্রচারে গিয়ে মর্মান্তিক মৃত‍্যু ব‍্যক্তির, প্রকাশ‍্যে ক্ষমা চাইবেন বাদশা?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একটা সময় ছিল যখন একের পর এক ছবিতে অভিনয় করছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রতিটি ছবিরই প্রচারের জন‍্য একেবারে আলাদা ধরনের কৌশল খুঁজে বের করতেন তিনি। কিন্তু তাঁর একটি ছবির প্রচারে এমন এক অঘটন ঘটে গিয়েছিল যার ফল এখনো পর্যন্ত ভুগতে হচ্ছে কিং খানকে।

‘রইস’ ছবির প্রোমোশনের সময় আচমকা এক ব‍্যক্তির মৃত‍্যু হয়েছে। বিষয়টা নিয়ে এতই জলঘোলা হয়েছিল যে তা আদালতের দরজা পর্যন্ত গড়িয়েছিল। ঠিক কী হয়েছিল? এ ঘটনা ২০১৭ সালের ২৩ জানুয়ারির। ‘রইস’ ছবির প্রচারে ব‍্যস্ত শাহরুখ। তাঁর বিপরীতে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।


ছবির প্রমোশনে অভিনবত্ব আনতে ট্রেনে চেপে প্রচার  সেরেছিলেন বাদশা। তাঁকে এক ঝলক দেখতে কার্যত জনতার ঢল নেমেছিল। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে পুলিস লাঠিচার্জ করতে বাধ‍্য হয়েছিল। জনতা ছত্রভঙ্গ হলেও শোনা গিয়েছিল এক ব‍্যক্তি ওই লাঠিচার্জে নিহত হয়েছেন।

মৃত ব‍্যক্তির পরিবারের সদস‍্যরা শাহরুখের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন। ভাদোদরার নিম্ন আদালতে দায়ের করা হয়েছিল অভিযোগ। পালটা আবার শাহরুখকে নির্দোষ বলে দাবি করে পিটিশন দাখিল হয় গুজরাট হাইকোর্টে। পিটিশনে দাবি করা হয়েছিল, কিং খান সম্পূর্ণ নির্দোষ। মৃত ব‍্যক্তি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। তাঁর মৃত‍্যুতে শাহরুখের কোনো হাত নেই।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, বৃহস্পতিবার আবেদন পেশ করা হয় গুজরাট হাইকোর্টে। আগামী ২৪ তারিখে শুনানি হবে এই মামলার। শোনা যাচ্ছে, আদালত অভিযোগকারীদের বারংবার প্রশ্ন করেছে তারা কি অভিযোগেই অনড় থাকবেন? সেমতাবস্থায় শাহরুখ খানকে প্রকাশ‍্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হবে। আগামী শুনানিতেই স্পষ্ট হবে সবটা।

প্রসঙ্গত, আগামীতে ‘পাঠান’ ছবিতে দেখা যাবে শাহরুখকে। আপাতত তারই শুটিং চলছে। এছাড়াও পরিচালক অ্যাটলির একটি ছবিরও শুটিং করছেন শাহরুখ। বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছে তাঁর কাজে ফিরতে। তাই এখন যত দ্রুত সম্ভব কাজ মেটাতে পারা যায় সেই চেষ্টাই করছেন শাহরুখ।

সম্পর্কিত খবর

X