মনের মত চাকরি পেতে চান! প্রতিদিন সকালে উঠে করুন এই কাজ, দেখবেন সাফল্য আপনার দুয়ারে হাজির!

বাংলা হান্ট ডেস্ক : চাকরি করবো বললেই তো হয়ে গেলো না। কারণ চাকরি খোলা হাটে বাজারে বিক্রি হয় না। তবে অনেকসময় কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করেও চাকরি পাওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে নিজের ভাগ্যের প্রয়োজন পড়ে। আর এই ভাগ্য বশে না থাকলে চাকরি কি, কোনো কিছুই মন মতো হয় না। তাই নিজের ভাগ্যকে হাতের মুঠোয় আনতে প্রতিদিন করুন এই একটি কাজ (Surya Pranam)। কি থেকে কি হয়ে যাবেন বিশ্বাসই হবে না।

ভাগ্যের সমর্থন পেতে গেলে কি করবেন (Surya Pranam)?

প্রতিদিন সকালে উঠে সূর্য প্রণাম (Surya Pranam) করুন। এই একটি কাজ আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যেতে পারে। বলা হয় সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। প্রতিদিন সূর্য প্রণাম করলে সব কাজ সুসম্পন্ন হয়, দিন ভাল যায়। এমনকি কর্মক্ষমতা বাড়ে, সেইসাথে ভাগ্যেরও তুমুল বদল ঘটে। বিশেষ করে কর্মক্ষেত্রে দরজা খুলে যায়। সেইসাথে কর্মস্থলে মান সম্মানও বৃদ্ধি পায়।

  • কিভাবে করবেন সূর্য প্রণাম:

১. সূর্যোদয়ের এক দুই ঘন্টা পরই সূর্য প্রণাম করুন। এতে করে সবচেয়ে বেশি সুফল পাওয়া যায়।

২. সূর্য প্রণামের আগে অবশ্যই স্নান করে নেওয়া উচিত। এমনকি পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্য প্রণাম করবেন। এতে করে আপনার মনস্কামনা পূর্ণ হবে।

আরও পড়ুন : মিলবে না শান্তি! দেশে ফের চিন্তা বাড়াচ্ছে মুদ্রাস্ফীতি, আমজনতার পকেটে পড়বে টান

৩. সূর্য প্রণামের পাশাপাশি গায়ত্রী মন্ত্র জপ করুন। সাথে সূর্যদেবকে জল, ফুল নিবেদন করতে ভুলবেন না যেন।

Surya Pranam

৪. যেকোনো শুভ কাজ করার আগে দিক পরিদর্শন করে নেওয়া হয়। তেমনি সূর্য প্রণাম করার নির্দিষ্ট দিক রয়েছে। শাস্ত্র অনুসারে, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্য প্রণাম করতে হয়।

  • সূর্য প্রণামের কিছু মন্ত্র:

ওম হ্র মিত্রায় নমঃ, ওম হ্রী রবায়ে নমঃ, ওম হুঁ সূর্যায় নমঃ, ওম হ্রান ভানভে নমঃ এই মন্ত্রগুলি উচ্চারণ করলেই জীবনে সুফল পাবেন। পাশাপাশি কর্মক্ষেত্রেও ব্যাপক ফলাফল পাবেন।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর