৩১ মার্চের আগে অবশ্যই মিটিয়ে নিন এই কাজগুলি! অন্যথায় দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মার্চ (March) মাস। এই মাসে একাধিক আর্থিক কাজ সম্পন্ন করে রাখতে হয়। কারণ, অর্থবর্ষের দিক থেকে এটাই হল শেষ মাস। এমতাবস্থায়, আগামী ৩১ মার্চের মধ্যে এই কাজগুলি না সম্পন্ন করলে হতে পারে বড় অঙ্কের জরিমানাও। এমনকি, এগুলির মধ্যে Pradhan Mantri Vaya Vandana Yojana থেকে শুরু করে প্যান আধার লিঙ্ক সমেত একাধিক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এমতাবস্থায়, আগামী ৩১ মার্চের মধ্যে কোন কোন কাজগুলি অবশ্যই আপনাকে করে রাখতে হবে সেই বিষয়টি বিস্তারিতভাবে বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।

Pradhan Mantri Vaya Vandana Yojana: আপনি যদি এই সরকারি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে এটাই আপনার শেষ সুযোগ। এই স্কিমটি ৬০ বছরের মানুষের জন্য খুবই উপকারী। এই স্কিমের অধীনে, সরকারের কাছ থেকে পেনশন পাওয়া যায়। ইতিমধ্যেই সরকারের তরফে জানানো হয়েছে যে, এই স্কিমটি ৩১ মার্চ ২০২৩-এর পরে আর লাগু হবে না। তাই আপনি মার্চ মাসে এটিতে বিনিয়োগ করতে পারেন। উল্লেখ্য যে, আপাতত এই প্রকল্পটি চালিয়ে যাওয়ার জন্য সরকারের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

SBI-এর স্কিমে বিনিয়োগ: আপনি যদি SBI-এর স্কিমে বেশি সুদের সুবিধা নিতে চান, সেক্ষেত্রে আপনার কাছে এই মাসেই শেষ সুযোগ রয়েছে। SBI-এর নতুন FD স্কিম অমৃত কলশে আপনি ৭.৬ শতাংশ হারে সুদ পাবেন। পাশাপাশি, এই স্কিমে আপনাকে মাত্র ৪০০ দিনের জন্য বিনিয়োগ করতে হবে।

আধারের সাথে প্যান লিঙ্ক করুন: জানিয়ে রাখি যে, আপনি আগামী ৩১ মার্চ পর্যন্ত আধারের সাথে PAN লিঙ্ক করার সুযোগ পাবেন। উল্লেখ্য যে, এর জন্য আপনাকে লেট ফি-ও দিতে হবে। তবে ৩১ তারিখের মধ্যেই আপনার আধারের সাথে PAN কার্ড লিঙ্ক করা উচিত। অন্যথায় আপনি আয়কর দিতে পারবেন না।

ট্যাক্স প্ল্যানিংয়ের জন্য শেষ সুযোগ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আপনার কাছে ফাইন্যান্সিয়াল ইয়ারে কর বাঁচানোর প্ল্যানিং করার শেষ সুযোগও চলতি মাসেই রয়েছে। এরপরে, আপনি যদি কোনো ট্যাক্স সেভিংস স্কিমে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আপনি ডিডাকশনের সুবিধা পাবেন না। আপনি পিপিএফ, এনপিএস, সুকন্যা সমৃদ্ধির মতো একাধিক স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন।

rupee money currency notes India GDP 1019x573 1

মিউচুয়াল ফান্ড স্কিম: আপনি যদি মিউচুয়াল ফান্ড স্কিমে এখনও নমিনেশন না করে থাকেন, তাহলে আপনার এই কাজটিও আগামী ৩১ মার্চের মধ্যে শেষ করা উচিত। ফান্ড হাউসগুলি সমস্ত বিনিয়োগকারীদের এটি আপডেট করতে বলেছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি নমিনেশন না করেন, সেক্ষেত্রে আপনার মিউচুয়াল ফান্ড ফোলিও ফ্রিজ হয়ে যাবে। তাই আপনার এই কাজটি আগামী ৩১ মার্চের মধ্যে শেষ করতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর