বাংলা হান্ট ডেস্ক: সাধারণ মানুষের সুবিধার্থে একের পর এক জনহিতকর প্রকল্প পরিচালনা করা হয় সরকারের তরফে। যেগুলির মাধ্যমে উপকৃত হন লক্ষ লক্ষ মানুষ। ঠিক সেইরকমই একটি গুরুত্বপূর্ণ স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। কেন্দ্রীয় সরকারের এই স্কিমটির প্রধান উদ্দেশ্য হল, কন্যা সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করা। সমগ্র দেশজুড়েই অত্যন্ত জনপ্রিয় হল এই স্কিমটি।
তবে, এবার সুকন্যা সমৃদ্ধি যোজনার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এমনকি, এই নির্দেশিকা অমান্য করলে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই প্রসঙ্গে সরকারের তরফে বলা হয়েছে, যাদের এই অ্যাকাউন্ট রয়েছে তাদের অবশ্যই প্যান-আধার লিঙ্ক করতে হবে। নাহলেই বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যেসমস্ত অ্যাকাউন্ট হোল্ডার এই স্কিমে গত ৩১ মার্চের পর অ্যাকাউন্ট খুলেছেন, তাদের আধার এবং প্যান লিঙ্ক করাতেই হবে। আর কাজটি অবশ্যই করতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে।
আরও পড়ুন: গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ! এবার এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য বিশেষ সুবিধা চালু করল SBI
সুকন্যা সমৃদ্ধি যোজনা: কন্যা সন্তানদের ভবিষ্যত সুরক্ষিত করতে এবং উচ্চশিক্ষার সময়ে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে এই “সুকন্যা সমৃদ্ধি যোজনা” শুরু করা হয়। এমতাবস্থায়, ১০ বছরের কম বয়সী কন্যা সন্তানদের বাবা-মা বা বৈধ অভিভাবক তাঁর সন্তানের নামে এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিম ২১ বছরের মধ্যে ম্যাচিওর হয়।
আরও পড়ুন: এবার রেশন কার্ডে প্রতি মাসে বিনামূল্যে মিলবে তেল, চিনি, ডাল! বড় ঘোষণা সরকারের
এছাড়াও, জানিয়ে রাখি যে, বর্তমানে এই স্কিমে সরকারের তরফে ৮ শতাংশ হারে সুদ প্রদান করা হচ্ছে। এদিকে, মেয়ের বয়স ২১ বছর পূর্ণ হয়ে গেলে এই অ্যাকাউন্ট নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সেইসময় জমা টাকার পুরোটাই সুদ-সহ মেলে। যদিও, এই অ্যাকাউন্ট ব্যাঙ্ক নয়, বরং পোস্ট অফিসে করা হয়। এমতাবস্থায়, সরকারের তরফে এই নির্দেশ পাওয়ার পরেই প্যান-আধার সংযোগের বিষয়ে সতর্ক হয়েছেন এই স্কিমের বিনিয়োগকারীরা।