বাংলা হান্ট ডেস্ক : ভোটার কার্ডের নাম সংশোধন কিংবা ঠিকানা সংশোধন বা তথ্য যাচাইকরণ এবার বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন৷তাই নির্বাচন কমিশনের তরফ থেকে 1 সেপ্টেম্বর তারিখ থেকে 15 অক্টোবর অবধি নির্বাচকের তথ্য যাচাইকরণ প্রক্রিয়া চলবেই৷ এখন আপনি বাড়িতে বসেই এই সুযোগ পেতে পারেন শুধুমাত্র স্মার্টফোনের অ্যাপের মাধ্যমেই৷ নির্বাচন কমিশনের তরফ থেকে Voter helpline একটি অ্যাপ্লিকেশন চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকরা যে কেউ নিজেদের ভোটার কার্ড সংক্রান্ত তথ্য যাচাই করে নিতে পারবেন৷
কী ভাবে করবেন? ভোটার অ্যাপ্লিকেশন অ্যাপটি ডাউনলোড করে ইভিএম নামক একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করলে ইলেক্ট্রোরাল ভেরিফিকেশন প্রোগ্রাম এ পৌঁছে যাবেন৷ তার পর সেটি অ্যালাও করতে হবে৷ এ বার যে পেজটি খুলবে সেখানে আপনি আপনার সক্রিয় মোবাইল নম্বর দিতে দেবেন, এবং সেটাই মাথায় রাখতে হবে আপনার ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে৷ তার পর একটি ওটিপি আসবে আপনার মোবাইলে৷ সেই ওটিপি দিয়ে আপনি আপনার মোবাইলটির সাহায্যে লগ্নি করবেন৷
এর পর নিজের ভোটার কার্ডের তথ্য পাবেন তার পরে ইটস মি অপশনে ক্লিক করতে হবে৷ পরবর্তী পর্যায়ে আপনার মোবাইল নম্বর দিয়ে ভোটার কার্ডের এপিক নম্বরের সঙ্গে সংযুক্ত করতে হবে৷ এর পর ওকে অপশনটিতে ক্লিক করতে হবে৷ সঙ্গে সময় স্ক্রিনে আপনি আপনার ভোটার কার্ডটি দেখতে পাবেন সেখানে বাবার নাম নিজেদের ঠিকানা সমস্তটাই পাবেন এর পর সেখানে গিয়ে আপনি মডিফাই অপশনটিতে ক্লিক করবেন৷ তার পর টাইপ অফ ডকুমেন্টস গিয়ে নিজেদের পছন্দ মতো ডকুমেন্টস সাবমিট করতে পারবেন৷
এর পর অটোমেটিক ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হয়ে গেলেই যদি আপনি আপনার পরিবারের সদস্যদের ভোটারের তথ্য যাচাই করতে চান তা হলে সাবমিট অ্যান্ড গো ফর ফ্যামিলি ট্যাগিং এই অপশনটিতে ক্লিক করবেন৷ আর যদি নিজের তথ্য যাচাই করেন সেক্ষেত্রে স্ক্রিপ অ্যান্ড ফর ফ্যামিলি ট্যাগিং এই অপশনটি বেছে নেবেন৷ এর পর আপনার নিজের সম্পর্কে কয়েকটি তথ্য জানতে চাইবে সেগুলি ঠিকঠাক ভাবে পূরণ করে সাবমিট করতে পারলেই স্ক্রিনে উঠে আসবে ডাউনলোড মাই সার্টিফিকেট৷ তারপর সেটি ডাউনলোড করে নেবেন৷