ভোটার কার্ডে ভুল রয়েছে? সংশোধন করুন এই ভাবে

বাংলা হান্ট ডেস্ক : প্রথম দফার ভোটার কার্ড সংশোধন এবং নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে অনেক আগেই তবে যাঁদের এখনও অবধি হয়নি তাঁদের জন্য 16 ডিসেম্বর তারিখ থেকে দ্বিতীয় দফার ভোটার তালিকা সংশোধনের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। 15 জানুয়ারির মধ্যে এই দ্বিতীয় দফার কাজ শেষ করতে হবে। এমন অনেকেই আছেন যাঁরা এখনও অবধি ভোটার তালিকায় নাম তুলতে পারেনি সে ক্ষেত্রে তাঁদের দ্বিতীয় দফার কাজ করতে গেলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ecowestbengal.nic.in যেতে হবে এবং সেখান থেকেই বিভিন্ন ধাপে ধাপে ভোটার তালিকা সংশোধন করা যাবে

এবং নতুন করে আবেদন করা যাবে কিন্তু যাঁরা এর আগে ভোটার তালিকা সংশোধন এবং নতুন করে নাম তোলার জন্য আবেদন করেছিলেন তাঁদের আজ সঠিক হয়েছে কি না তা জানার জন্য নির্বাচন কমিশনের তরফে একটি লিঙ্ক দেওয়া হয়েছে আর সেই লিঙ্কটি হল https://wberms.gov.in/web_searchengine। তবে শুধুমাত্র নিজেদের সংশোধন এবং ভোটার কার্ডের আবেদন সংক্রান্ত তথ্যই নয় যাঁরা ইপিআইসি নম্বর চেঞ্জ করেছেন তাঁরাও কিন্তু নতুন করে ইপিআইসি নম্বর পাবেন এই পোর্টালের মাধ্যমেই।তবে সংশোধনের পর ভোটার কার্ড হাতে পেতে গেলে কিন্তু আবারও একটি ফর্ম পূরণ করতে হবে এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর।Online Voter ID Card Kaise Banaye 1

www.ncvp.in এই পোর্টালে গিয়ে 011 ফর্ম পূরণ করে আপলোড করতে হবে তার পর আপনার বাড়িতেই ভোটার কার্ড চলে আসবেই।অন্যদিকে যারা দ্বিতীয় দফায় নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তাঁদের বয়স হতে হবে 2020 সালের 1 জানুয়ারি থেকে 18 বছরের মধ্যে। ভোটার সংক্রান্ত দ্বিতীয় দফার তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি তারিখে। ভোটার কার্ডে নাম সংশোধন করার জন্য 8 নম্বর ফর্ম জমা দিতে হবে অন্যদিকে নাম বাতিল করতে গেলে 7 নম্বর ফর্ম জমা দিতে হবে

নতুন ভাবে ভোটার তালিকায় নাম তুলতে গেলে 6 নম্বর ফর্ম জমা দিতে হবে। আসলে অনেক খেতে দেখা গিয়েছে বেশির ভাগ গ্রাহকের ভোটার কার্ডের নাম ঠিকানা এসবের বানান ভুল রয়েছে অনেক যদিও এর আগে নিজস্ব এসডিও অফিসে গিয়ে গ্রাহকদের ভুল সংশোধন করতে হতো কিন্তু এখন অনলাইন প্রক্রিয়া হয়ে যাওয়ায় সে ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছে।


সম্পর্কিত খবর