কোথাও নগ্ন মহিলার ওপর খাবার পরিবেশন, কোথাও পোশাক ছাড়াই হয় খেতে, যাবেন নাকি এই “অদ্ভুত” রেস্তোরাঁগুলিতে?

বাংলা হান্ট ডেস্ক: বন্ধুদের সাথে বেড়াতে গিয়েই হোক কিংবা ছুটির দিনে পরিবারের সাথে সবাই মিলে রেস্তোরাঁতে গিয়ে খাওয়াদাওয়া আমরা সবাই করেছি। কিন্তু, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন কিছু রেস্তোরাঁর প্রসঙ্গ উপস্থাপিত করব যেগুলি সম্পর্কে জানার পর রীতিমতো চমকে যাবেন প্রত্যেকেই। শুধু তাই নয়, অনেকের হয়তো বিশ্বাসও করতে অসুবিধা হতে পারে। কারণ, ওইসব রেস্তোরাঁ তাদের অদ্ভুত (Weird Restaurants) সব বৈশিষ্ট্যের জন্য সমগ্র বিশ্বে পরিচিত।

আপনাকে যদি কখনও বলা হয় যে কবরের মাঝে বসে চা কিংবা কফি পান করতে হবে তাহলে কি আপনি তা করবেন? কিংবা এমনও রেস্তোরাঁ রয়েছে যেখানে খাবার পরিবেশন করা হয় নগ্ন নারী শরীরে। একটি রেস্তোরাঁতে তো আবার খাবার খেতে হয় বিনা পোশাকে। হ্যাঁ, প্রথমে এগুলি শুনে কিছুটা অবাক হলেও বিষয়গুলি কিন্তু একদমই সত্যি। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব।

আরও পড়ুন: নির্বাচনের পরেই অ্যাকশন! হাইকোর্টের একটি রায়েই উড়ল ঘুম, রাজ্যে বাতিল সংরক্ষণ

কবরস্থানে বসে চা-কফি পান: প্রথমেই আমরা যে রেস্তোরাঁর কথা বলবো সেখানে সবাই কবরের মাঝে খাওয়াদাওয়া করতে পছন্দ করেন। মূলত, আহমেদাবাদে এমন একটি অনন্য রেস্তোরাঁ রয়েছে যেটি কবরস্থানের মাঝে তৈরি করা হয়েছে। নিউ লাকি নামের এই রেস্তোরাঁয় চায়ের টেবিলের মাঝে একটি করে কবর রয়েছে। এই রেস্তোরাঁর বয়স ৫০ পেরিয়ে গিয়েছে।

আরও পড়ুন: দেশের প্রিমিয়াম ট্রেনের খাবারে ভাসছে মরা আরশোলা! বন্দে ভারতের পরিষেবায় ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

নগ্ন-সুশি রেস্তোরাঁ: বিশ্বে এমন একটি রেস্তোরাঁ আছে যেখানে একজন মহিলার নগ্ন শরীরে খাবার পরিবেশন করা হয় এবং এটাই রেস্তোরাঁর অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হয়। মূলত, জাপানের নিয়োতাইমোরি নামক একটি রেস্তোরাঁয় এই পদ্ধতিতে খাবার পরিবেশন করা হয়। নিয়োতাইমোরি একটি নগ্ন-সুশি রেস্তোরাঁ হিসেবে পরিচিত। সেখানে নগ্ন মহিলার শরীরে খাবার পরিবেশন করা হয়।

Do you go to these "weird" restaurants.

ন্যুড রেস্তোরাঁ: এবারে আপনাদের সেই রেস্তোরাঁর বিষয়ে জানাবো যেখানে খেতে গেলে খুলে ফেলতে হয় নিজেদের পোশাক। মূলত, লন্ডনে এমন একটি রেস্তোরাঁ রয়েছে যেখানে সবাই পোশাক খুলে খাবার খান। এই রেস্তোরাঁটির নাম দ্য বেসিক। যেটি ২০১৬ সালে নির্মিত হয়েছিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই রেস্তোরাঁয় যাঁরা খাবার খেতে আসেন তাঁরাই যে শুধুমাত্র পোশাক খোলেন তা নয়। বরং, সেখানকার শেফ এবং কর্মচারীরাও নগ্ন হয়ে খাবার পরিবেশন করেন

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর