লাগবে না UPI, ডেবিট বা ক্রেডিট কার্ড! এবার হাত দেখিয়েই হবে পেমেন্ট! শুরু হচ্ছে নতুন পরিষেবা

বাংলা হান্ট ডেস্ক : যতদিন যাচ্ছে ততই বিকশতি হচ্ছে প্রযুক্তি (Technology)। যার প্রভাব পড়ছে সমাজ, ব্যবসা এবং ব্যক্তিজীবনেও। আর তার সাথে সাথে বদলে গেছে পেমেন্ট করার পদ্ধতিও। এই যেমন কয়েক বছর আগেই মানুষ টাকা বিনিময় করত নগদ কয়েন বা নোটের মাধ্যমে। এখন তো একটাকা দিতে গেলেও মানুষ UPI এর মত ডিজিটাল পেমেন্টের সাহায্য নেই। আর এবার আরও এক ধাপ এগিয়ে গেল প্রযুক্তি।

একথা তো সকলেই জানেন যে, Google Pay, PhonePe এবং PayTM-এর মতো পেমেন্ট অ্যাপগুলি UPI এর মাধ্যমে পেমেন্ট করতে ব্যবহার করা হয়। তবে সবাইকে টেক্কা দিয়ে আরও একধাপ এগিয়ে যেতে চলেছে আমাজন। সম্প্রতি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে দেশের জনপ্রিয় সংস্থা আমাজন (Amazon)।

   

সম্প্রতি আমাজন ওয়ান ঘোষণা করেছে ফোন নয় বরং হাতের মাধ্যমেই হবে টাকার লেনদেন। শুনতে অবাক লাগছে? অবাক লাগলেও সংস্থাটির দাবি তো এমনই। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি নিয়মটি হোল ফুডস স্টোরগুলিতে শুরু হয়েছে। সূত্রের খবর, আমাজন প্রাইম সদস্যদের জন্য কিছু স্টোরে উপলব্ধ হয়েছে এই উন্নতমানের প্রযুক্তি।

জানা যাচ্ছে, আমাজন তার অন্যান্য স্টোরগুলিতেও খুব শীঘ্রই এই প্রযুক্তি উপলব্ধ করতে চলেছে। আর যারা আমাজনের প্রাইম মেম্বার তারা খুব সহজেই এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। এবং প্রাইম মেম্বাররা আমাজন ওয়ান ব্যবহার করার ক্ষেত্রেও ছাড় পাবেন৷ জানিয়ে দিই, এই উন্নত পরিষেবা ব্যবহার করতে চাইলে আমাজন ওয়ান কিয়স্কে রেজিস্ট্রেশন করতে হবে।

102019461

আর এই রেজিস্ট্রেশনের করতে গেলে লাগবে ডেবিট কার্ড। ডেবিট কার্ড টার্মিনালে যেখে রিডারের উপর হাত দেখাতে হবে। এরপর নিজের ফোন নম্বর লিখে রেজিস্ট্রেশন পূর্ণ করতে হবে। আসলে আমাজন এবার গ্রাহকদের হাতকেই পেমেন্টের মাধ্যম বলে বেছে নিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে, আঙুলের ছাপের মত হাত-ও কিন্তু এক এবং অদ্বিতীয়। তাই হাতের তালুর ক্লোনিং করা অত সহজ নয়। অর্থাৎ বিষয়টি সুরক্ষিত।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর