জানেনকি? অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার আপনার যৌনসুখে ব্যাঘাত ঘটাতে পারে

বাংলা হান্ট ডেস্ক : আজকাল তো স্মার্টফোনের ব্যবহার নিয়ে কিছু বলা মানেই কম বলা। খাওয়া থেকে স্না বা ঘমানো সব সময়েই খ্যাট খ্যাট করে ফোন ঘাঁটাটা যেন অভ্যাসে দাঁড়িয়েছে। যদিও আজকের দিনের জেন ওয়াইকে আর বারন করলেও শোনে না। যে ভাবে স্মার্টফোন আমাদের মানসিকতাকে বিপর্যস্ত করছে তা নিয়ে তো কারোরই সন্দেহ নেই, তারসঙ্গে চোখটাকে গিলে খাচ্ছে। তবুও খালি চোখে রাতের অন্ধকারে স্মার্টফোন চাই চাই।

কিন্তু আপাতত আনন্দ দায়ক মনে হলেও বিবাহিতদের যৌন সুখে বাধা হতে পারে এই অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার। এমনটাই বলছেন গবেশকরা। এক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌন স্বাস্থ্য বিভাগের তরফ থেকে একটি গবষনায় দেখা গিয়েছে ৬০০ জনের মধ্যে ৯০ জন রাতে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে যৌন সুখ থেকে বঞ্চিত রয়েছেন।gettyimages 77659924 1551374255

   

পাশাপাশি আরও জানা গিয়েছে এই স্মার্টফোনের জন্যই ২০ থেকে ৪৫ বছর বয়সী মহিলাদের ওপর বেশি প্রভাব প়ড়ছে। আর তাতেই বাড়ছে সাংসারিক অশান্তি। ওই বিশ্ববিদ্যালয়ের একটি গবেষনা থেকে জানা গিয়েছে পঞ্চাশ শতাংশ মানুষই স্বীকার করে নিয়েছেন নিজেদের স্মার্টফোনের ব্যবহারের কথা। তবে যে সমস্ত ব্যবহারকারীরা স্মার্টফোন ফ্লাইড মুডে রাখেন তাঁদের ক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা অনেকটাই কম। এমনটাই বলছেন গবেষকরা।

যদিও এর আগে বার বার গবেষকরা বিছানায় স্মার্টফোন নিয়ে ঘুমানোর বিপক্ষেই কথা বলেছেন শুধুমাত্র তাঁর ক্ষতিকারক রেডিয়েশনের জন্য। তবে সেই আশঙ্কা যে কতটা সত্য়ি তা প্রমানিত হল আবার। আসলে বর্তমানে যৌনরোগ এতটাই বেড়ে গিয়েছে যা নিয়ে নিত্য নতুন করে গবেষনা করছেন গবেষকরা। যৌন ইচ্ছা কমে যাওয়া, যৌনতায় সুখ না পাওয়া এসবের জেরে গবেষনা করতে গিয়েই এমনই চাঞ্চল্যকর তথ্য গবেষকদের হাতে উঠে এসেছে।

 

সম্পর্কিত খবর