বলিউডে রিমেকের জমানা, অন‍্যের গাওয়া গান গেয়েই শ্রেয়া-অরিজিৎদের সমান পারিশ্রমিক নেন নেহা-বাদশা!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডি গান ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া সত‍্যিই দুষ্কর। আগে যেমন ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন উদিত নারায়ণ, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিকরা। তেমনি এখনো সুপারহিট গায়ক গায়িকাদের তালিকায় নাম লিখিয়ে নিয়েছেন সোনু নিগম (sonu nigam), শ্রেয়া ঘোষাল (shreya ghoshal), অরিজিৎ সিং, জুবিন নটিয়ালরা। সঙ্গে যোগ হয়েছে জনপ্রিয় র‍্যাপার ও পপ গায়কদের নামও।

হালের আমলে বলিউডি গানের একটা বড় অংশ হল রিমিক্স ও রিমেক গান। পুরনো হিট গানকে ঘষেমেজে আধুনিক শ্রোতাদের উপযোগী করে নিয়ে আসেন নেহা কক্কর (neha kakkar), টনি কক্কর, বাদশার মতো গায়ক গায়িকারা। সেগুলো হিটও যে হয় তা বলা বাহুল‌্য। কিন্তু জানেন কি প্রথম সারির গায়করা এক একটি গানের জন‍্য কত টাকা কামান? অঙ্কগুলো কিন্তু চমকে দেওয়ার মতোই!

664072 arijit singh
অরিজিৎ সিং– ইন্ডাস্ট্রির সবথেকে দামী গায়কদের মধ‍্যে একজন তিনি। বলিউডি সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, এক একটি গান রেকর্ড করার জন‍্য তিনি প্রায় ১৮-২০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।

নেহা কক্কর– মূলত রিমেক ও রিমিক্স গান গাইলেও অরিজিতের থেকে নেহার চাহিদাও কম নয়। একটি গানের জন‍্যই প্রায় ১৫-১৮ লক্ষ টাকা দাবি করেন তিনি।

neha kakkar
বাদশা– শুধুমাত্র র‍্যাপ করেই শ্রোতাদের মাতিয়ে রেখেছেন তিনি। বলিউডে বাদশার উত্থান খুবই দ্রুত গতিতে হয়েছে। একের পর এক হিট গান উপহার দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন বাদশা। শোনা যায়, এক একটি গান রেকর্ডের জন‍্য ১৮-২০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি।

মিকা সিং– দীর্ঘদিন ধরে গানের জগতে রয়েছেন সুপারহিট এই গায়ক। এখনো পর্যন্ত একই রকম জনপ্রিয়তা পায় তাঁর গানগুলি। একটি গানের জন‍্য প্রায় ২০-২২ লক্ষ টাকা দাবি করেন মিকা!

shreya ghoshal 1200
শ্রেয়া ঘোষাল– বলিউডের সবথেকে জনপ্রিয় ও সবথেকে সফল গায়িকাদের মধ‍্যে একজন শ্রেয়া। স্বাভাবিক ভাবেই তাঁর পারিশ্রমিকটাও একটু চড়া হবে। সূত্রের খবর মানলে, এক একটি গানের জন‍্য প্রায় ২৫-২৭ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি।

sonu
সোনু নিগম– সঙ্গীত মহলে অত‍্যন্ত জনপ্রিয় একটি নাম। বহু সুপারহিট গান রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু তাঁর পারিশ্রমিক অন‍্যদের তুলনায় অনেকটাই কম। শোনা যায়, একটি গান রেকর্ড করার জন‍্য প্রায় ১১-১৫ লক্ষ টাকা নেন সোনু।

Niranjana Nag

সম্পর্কিত খবর