বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) নিয়ে মানুষের মধ্যে ফ্যান্টাসীর শেষ নেই। আর হবে নাই বা কেন! রোজ দেশের লক্ষ লক্ষ মানুষ এই রেলপথের ভরসাতেই ঘর থেকে বের হন। কাশ্মীর থেকে কন্যাকুমারী যেখানেই যাওয়ার হোক না কেন দেশের ১৪০ কোটি মানুষের প্রথম ভরসা রেলপথ। আর তাই রেল কর্তৃপক্ষ-ও যাত্রী সুবিধার্থে একাধিক সুযোগ সুবিধা নিয়ে আসে।
সম্প্রতি আরও এক সুখবর নিয়ে হাজির রেল কর্তৃপক্ষ। এখন থেকে অনলাইনে টিকিট কাটার প্রক্রিয়া আরও অনেকটাই সহজ হয়ে এল। কারন এবার থেকে আপনার গন্তব্যের আশপাশের জায়গাগুলির অপশনও ভেসে উঠবে আপনার স্ক্রিনে। অর্থাৎ আপনার গন্তব্য বোঝাতে পারলে তার আশেপাশের স্টেশনগুলিকে নিজেই খুঁজে নেবে রেল।
বিষয়টিকে উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরে নিন আপনি বৈষ্ণো দেবী কিংবা বদ্রীনাথ কিংবা খাটুশ্যাম অথবা নয়ডা যেতে চান। আইআরসিটিসি-তে (IRCTC) গিয়ে এই নামগুলি দিয়ে সার্চ করলে এই স্টেশনটি তো দেখতে পাবেনই, পাশাপাশি এর নিকটবর্তী স্টেশনের নামগুলিও দৃশ্যমান হয়ে উঠবে। তাই গন্তব্য নিয়ে কোনরকম কনফিউশন থাকলে আপনি সেটা ক্রশচেক করতে পারবেন।
এখানেই শেষ নয়, যাত্রীদের জন্য আরো একটি বিষয় সহজ করে দিয়েছে অ্যাপের এই নয়া ভার্সন। আসলে এখন অনেক স্টেশনের নামই বদলানো হয়েছে। যার সব নতুন নাম এখনও সবার মুখস্থ হয়নি। ১৭৫টি শহরের মোট ৭২৫টি এমন জায়গার স্টেশনকে চিহ্নিত করেছে রেল। সেগুলিকেও সহজেই খুঁজে দেবে এই অ্যাপ।
যেমন রানি কমলাপতি স্টেশনের পুরনো নাম ছিল হাবিবগঞ্জ। আপনার হয়ত নতুন নাম জানা নেই। সেক্ষেত্রে ভোপাল লিখে সার্চ করলেই সেখানকার সব স্টেশনের নাম স্ক্রিনে ফুটে উঠবে। আপনি সহজেই খুঁজে পেয়ে যাবেন আপনার গন্তব্য স্থানটি। তাই যারা অনলাইনে টিকিট কেটে থাকেন তাদের জন্য মসিহা হতে চলেছে আইআরসিটিসি-র এই নয়া ভার্সন।
এমনকি কেউ যদি আনপ্ল্যান্ড ট্রেন সফর করতে ভালোবাসেন তাদের জন্যেও খুশির হাওয়া এনেছে এই নয়া ফিচার্স। এতে সহযেই আশেপাশের স্টেশন নজরে আসবে। রেলর এক আধিকারিক জানিয়েছেন, গত শুক্রবার থেকেই চালু হয়ে গিয়েছে এই পরিষেবা। পুজোর আগে এই সুবিধা পাওয়ায় মানুষও যারপরনাই খুশি।