বাংলা হান্ট ডেস্ক : দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভারতীয় রেল (Indian Railways)। কাশ্মীর থেকে কন্যাকুমারী—যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে বৃহৎ এবং গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেল। প্রতিদিনই দেশের কোটি কোটি যাত্রী এই রেল পরিষেবার উপর ভরসা করে ঘর থেকে বার হয়। পরোক্ষ ভাবে হলেও অনেকেরই জীবন জীবিকা নির্ভর করে রেলের উপর। তবে এবার প্রত্যক্ষ ভাবে নাগরিকদের আয়ের সুযোগ দিচ্ছে রেল।
খুব শীঘ্রই সাধারণ মানুষের জন্য এক বড় পরিষেবা খুলে দিচ্ছে রেল। ইতিমধ্যেই ভারতীয় রেলওয়ের ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ (ওএসওপি) স্কিমের কথা হয়ত সকলেই শুনেছেন। এই স্কিমের মাধ্যমে রেল সমস্ত স্টেশনে স্থানীয় পণ্য বিক্রি করার একটি প্লাটফর্ম দিচ্ছে। এই স্কিমের আওতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীদের কাছে জীবিকা নির্বাহের জন্য আরো একটি পথ খুলে যাবে।
স্থানীয় কারুকার্য যেমন তাঁত শিল্প, মৃৎ শিল্প ইত্যাদির সাথে যুক্ত মানুষরা এবার থেকে খুব কম টাকায় স্টেশনে স্টল খুলতে পারবেন। পণ্য প্রদর্শন, বিক্রি এবং দেখানোর জন্য রেলওয়ে স্টেশনগুলিতে নির্দিষ্ট স্টল, বহনযোগ্য স্টল ও ট্রলির মতো আউটলেট সরবরাহ করবে। কারিগর, কৃষক, আদিবাসী, তাঁতি, নিবন্ধিত মাইক্রো এন্টারপ্রাইজের সঙ্গে যুক্ত সদস্য, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, সামাজিক সংস্থাগুলির সঙ্গে যুক্ত সদস্য, রাজ্য সরকারের সংস্থাগুলি এই স্কিমের ফলে ব্যাপকভাবে উপকৃত হবেন বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।
জানা যাচ্ছে, দেশের যে কোন নাগরিক-ই সেই এলাকার স্থানীয় বা দেশীয় পণ্য নিয়ে এগিয়ে আসতে পারেন। স্টেশন মাস্টারের কাছে প্রোডাক্টের বিশদ বিবরণ জমা দিয়ে স্টলের জন্য আবেদন করচে পারেন। পণ্যের মধ্যে প্রত্নবস্তু, হস্তশিল্প, টেক্সটাইল এবং তাঁত সামগ্রী, খেলনা, চামড়াজাত পণ্য, ঐতিহ্যবাহী যন্ত্রপাতি বা যন্ত্র, কৃষি পণ্য, পোশাক, রত্ন ও গহনা, প্রক্রিয়াজাত এবং সেমি প্রসেসড খাদ্য সামগ্রী অন্তর্ভুক্ত থাকতে পারে।
জানিয়ে রাখি, এর জন্য ঐ পণ্যগুলি অবশ্যই স্থানীয় হতে হবে। রেল মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নথী অনুযায়ী, বর্তমানে ভারতীয় রেলের 782টি স্টেশনে 850টি ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ (OSOP) আউটলেট চালু হয়েছে। কেন্দ্রীয় সরকারের ‘ভোকাল ফর লোকাল’ বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নিয়েছে রেল। এবং গত 2022 সালে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্কিম শুরু করে। উল্লেখ্য, আবেদন মঞ্জুর হলে আবেদনকারীকে রেলওয়েতে 1000 টাকা জমা দিতে হবে। বিনিময়ে রেল তাকে 15 দিনের জন্য একটি অস্থায়ী স্টল বা ট্রলি দেবে।