বাংলাহান্ট ডেস্ক : ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির সঙ্গে আবারো ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে ফিরেছেন আল্লু অর্জুন। পুষ্পার সিক্যুয়েলের সাফল্য, উন্মাদনা ছাপিয়ে গিয়েছে প্রথম ছবিটিকেও। আল্লুর পারফরম্যান্স, ছবির সংলাপের সঙ্গে আরো যে একজনকে নিয়ে চর্চা চলছে তিনি হলেন শ্রীলীলা (Sreeleela)। পুষ্পা ২ তে আইটেম গান ‘কিসিক’এ নাচতে দেখা গিয়েছে তাঁকে। এই গানের সূত্র ধরে অনেকে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তুলনাও টেনেছেন তাঁর। কিন্তু শ্রীলীলার (Sreeleela) আসল পরিচয় কি জানেন?
ডাক্তার হতে চেয়েছিলেন শ্রীলীলা (Sreeleela)
২০০১ সালে শ্রীলীলার (Sreeleela) জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে একটি তেলুগু পরিবারে। তাঁর জন্মের আগেই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁর বাবা মায়ের। শ্রীলীলার (Sreeleela) বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। গাইনোকলজিস্ট মায়ের দেখাদেখি তিনিও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। শুরু করেছিলেন এমবিবিএস পড়াও। কিন্তু শেষমেষ অভিনয়ই তাঁকে আকর্ষণ করে।
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পেয়েছেন জনপ্রিয়তা: ২০১৭ সালে চিত্রাঙ্গদার হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। তবে তিনি প্রথম পরিচিতি পান ২০১৯ এ ‘কিস’ ছবির হাত ধরে। এরপর তামিল, কন্নড়, তেলুগু ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রীলীলা (Sreeleela)। মহেশ বাবু, রবি তেজার মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি।
আরো পড়ুন : পরপর ৩৬ বার! মেজাজ হারিয়ে অক্ষয়ের উপরে চিৎকার করে ওঠেন শ্রীদেবী, কী এমন করেছিলেন অভিনেতা?
কম বয়সেই নিয়েছেন বড় সিদ্ধান্ত: শুধুই আইটেম সং এ নাচ নয়, ছোট থেকেই ভরতনাট্যমের প্রশিক্ষণও নিয়েছেন শ্রীলীলা (Sreeleela)। তাঁর সৌন্দর্যের অনুরাগী বহু মানুষ। পাশাপাশি আরো একটি ঘটনার জন্য চর্চায় উঠে এসেছিলেন অভিনেত্রী। ইতিমধ্যেই মা-ও হয়ে গিয়েছেন তিনি। তবে বায়োলজিক্যালি নয়।
আরো পড়ুন : অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনয়, রাজেশ খান্নার সঙ্গে কাজ করতে গিয়ে চরম অস্বস্তিতে পড়েছিলেন শর্মিলা!
২০২২ সালে দুজন বিশেষ ভাবে সক্ষম শিশুকে দত্তক নেন শ্রীলীলা (Sreeleela)। দুই ছেলে মেয়ে গুরু এবং শোভিতাকে দত্তক নিয়েছেন তিনি। শোনা যায়, একটি অনাথাশ্রমে গিয়ে শিশু দুটিকে দেখে এতটাই আবেগঘন হয়ে পড়েছিলেন তিনি যে তখনই সিদ্ধান্ত নেন তাদের একটা সুন্দর জীবন উপহার দেওয়ার। মাত্র ২১ বছর বয়সে শ্রীলীলার দত্তক নেওয়ার সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছিলেন তাঁর অনুরাগীরা। উল্লেখ্য, আগামীতে বলিউডেও পা রাখতে চলেছেন শ্রীলীলা। বরুণ ধাওয়ানের সঙ্গে একটি হিন্দি ছবিতে তাঁকে দেখা যাবে বলে খবর।
View this post on Instagram