বাংলাহান্ট ডেস্ক : হিন্দি টেলিভিশনের বহুল জনপ্রিয় শো কেবিসি (KBC) বা ‘কউন বনেগা ক্রোড়পতি’। অমিতাভ বচ্চন সঞ্চালিত এই রিয়েলিটি শো দীর্ঘ ১৫ টি সিজন পার করে পড়েছে ১৬ তম সিজনে। আর এই সিজনের প্রথম কোটিপতিকেও পেয়ে গেল কেবিসি (KBC)। এই সিজনের প্রথম ১ কোটি টাকা জিতলেন এই প্রতিযোগী। কিন্তু ৭ কোটি টাকার প্রশ্নে হার মানেন তিনি।
কেবিসি (KBC) ১৬ র প্রথম কোটিপতি
কেবিসির (KBC) ১৬ তম সিজনে প্রথম ১ কোটি টাকা জিতলেন চান্দের প্রকাশ। জম্মু কাশ্মীরের বাসিন্দা যুবকটির বয়স মাত্র ২২ বছর। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। যুবকের জীবন কাহিনি অবাক করেছে অমিতাভকেও। এই বয়সেই বেশ কিছু শারীরিক জটিলতার সম্মুখীন হয়েছেন তিনি। হয়েছে বেশ কিছু সার্জারিও।
আরো পড়ুন : ‘ও আমার বেশি কাছের’, রণবীর এবং ভিকির মধ্যে কাকে রাত তিনটেয় ফোন করবেন তৃপ্তি?
কী প্রশ্নে হোঁচট খেলেন
অমিতাভের সামনে হটসিটে বসে অবশ্য দুর্দান্ত খেলেছেন ওই প্রতিযোগী। ১ কোটি টাকার প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পর ৭ কোটি টাকার প্রশ্ন করেন বিগ বি। কিন্তু সেই প্রশ্নের উত্তর নিয়ে দ্বন্দ্বে ছিলেন প্রতিযোগী। উপরন্তু তাঁর কাছে কোনো লাইফ লাইনও অবশিষ্ট ছিল না। তাই জবাব না দিয়ে খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু কী ছিল সেই প্রশ্ন?
আরো পড়ুন : প্রতিভাকে রুখবে কে! ‘মোটা’ বলে বাতিল, নিজের দমেই নতুন চরিত্র নিয়ে ফিরছেন অনামিকা
উত্তর জানেন?
কেবিসিতে (KBC) ৭ কোটি টাকার জন্য অমিতাভ প্রশ্ন করেছিলেন, ১৮৫৭ সালে উত্তর আমেরিকায় ইংরেজ বাবা মায়ের সন্তান হিসেবে কার নাম নথিভুক্ত করা হয়েছিল? খেলা শেষ হয়ে যাওয়ার পর অমিতাভ ওই প্রতিযোগীকে বলেন আন্দাজে উত্তর দিতে। তখন তিনি উত্তর দেন, ভার্জিনিয়া ডেয়ার। জানা যায়, ওটাই ছিল সঠিক উত্তর। তবে ৭ কোটি টাকার জন্য ঝুঁকি নিতে চাননি ওই প্রতিযোগী।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কেবিসি সঞ্চালনা করে আসছেন অমিতাভ। ১৬ তম সিজন চলছে বর্তমানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের কাহিনি শুনতেও বেশ পছন্দ করেন অমিতাভ।