জানলে অবাক হবেন মেয়েরা লুকিয়ে গুগলে সব থেকে বেশি কি সার্চ করে!

 

বাংলা হান্ট ডেস্কঃ  মেয়েরা গোপনে গোপনে গুগলে কি জিনিস সবচেয়ে কি বেশি সার্চ করেন? জানলে ভাবনায় পড়ে যেতে পারেন যে কেউ। গুগলে মহিলারা সবচেয়ে বেশি কোন জিনিস সার্চ করেন দেখুন

ওজন কমানোর উপায়:গুগল সার্চ ডেটা বলছে মেয়েরা সহজে দেহের ওজন কমানোর উপায় খোঁজে। আসলে নেটে বিক্রি হওয়া ওজন কমানোর ওষুধের ৬০ শতাংশই কেনেন মহিলারা। বিশেষত মার্কিন মহিলারাই ওজন কমানোর ওষুধ বেশি কেনেন।

পোশাক :ডেটিংয়ের যাওয়ার জন্য সেরা পোশাক
ডেটিংয়ে যাওয়ার জন্য সেরা পোশাক কী হবে সেটা খোঁজেন মহিলারা।

ফর্সা ত্বক পাওয়া যাবে কীভাবে: ত্বক ফর্সা করার উপায় একেবারে ডায়রেক্ট সার্চ করেন মহিলারা। মহিলা কেন্দ্রীক ওয়েবসাইটে তাই ফেয়ারনেস ক্রিমের খুব চাহিদা থাকে। চুল কীভাবে দ্রুত গজানো যায়, ট্যাটু কি ত্বকের জন্য ক্ষতিকর, বলিরেখামুক্ত ত্বক পাওয়া যাবে কীভাবে। এইসব প্রশ্নও গুগলে সার্চে হয়।

Websites for watching movies online for free

চুলে কয়দিন পরপর শ্যাম্পু করবো: হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও সত্যি। মহিলাদের জনপ্রিয় সার্চের বিষয় হল চুলে কয়দিন পরপর শ্যাম্পু করবো।

জব সার্চ : চাকরী কোথায় কী আছে, কত ভাল স্যালির, বিউটি টিপসের থেকে মহিলারা সেটা বেশি খোঁজেন।

সম্পর্কিত খবর