এই কাজ করার সময় মেয়েরা চেঁচায়, ছেলেরা চুপ করে থাকে! উত্তর জেনে হতভম্ব হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে নানান ধরনের সাধারণ জ্ঞানের (General Knowledge) প্রশ্ন। সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি চাকরি সর্বত্রই ইন্টারভিউ (Interview) নেওয়ার সময় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। যেহেতু এই সমস্ত ইন্টারভিউতে আকর্ষণীয় প্রশ্ন করা হয় তাই সেই উত্তরগুলো জানতে মরিয়া সাধারণ মানুষও।

যদিও এমন বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর আমরা অনেকেই জানিনা। আবার বেশ কিছু প্রশ্নের উত্তর সকলেই জানেন। যদি আপনিও কোন চাকরি খুঁজছেন তাহলে এই সমস্ত কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে আপনাকেও। তাই আগেভাগেই জেনে নিন কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউতে।

সূর্যের কিরণে কয়টি রং থাকে ?
সূর্যের কিরণে থাকে মোট সাতটি রং। সেগুলি হল বেগুনি, বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা এবং লাল

জানেন কি কোন জিনিসের ছায়া নেই ?
উত্তরটা অবশ্যই রাস্তা।

তাজমহল কবে নির্মাণ করা হয়েছিল ?
১৬৩৪ সালে তাজমহল নির্মাণের কাজ সম্পন্ন হয়। আমরা সকলেই জানি শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মাণ করেছিলেন। ১৬৩১ সালের ১৭ জুন কন্যা সন্তান গওফর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন মমতাজ।

tajmahal 2

জানেন কি কোন প্রাণীকে মানুষ স্পর্শ করলে তার মৃত্যু হয় ?
টিটোনি পাখি

শরীরের কোন অংশ সবচেয়ে বেশি উষ্ণ ? 
শরীরের যে অংশ দিয়ে রক্ত সবসময় দ্রুত বেগে প্রবাহিত হয় সেই অংশটি সবচেয়ে বেশি উষ্ণ।

গিগা কারখানা কোথায় স্থাপন করতে চলেছে টাটা গ্রুপ? 
গুজরাটে টাটা গ্রুপ ভারতের প্রথম লিথিয়াম অয়েল তেল উৎপাদন গিগা কারখানা স্থাপন করতে চলেছে।

কোন কাজ করার সময় মেয়েরা চিৎকার করে এবং ছেলেরা চুপ থাকে ?
ঝগড়া করার সময় মেয়েরা চিৎকার করলেও ছেলেরা চুপ থাকেন।

Avatar
additiya

সম্পর্কিত খবর