অবাক কাণ্ড! ভারতের এই রাজ্যের নেই কোনও রাজধানী, ৯৯ শতাংশ মানুষ জানেন না উত্তর

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে আমরা সকলেই উন্নতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আর এই উন্নতির কারণে আমাদের মধ্যে জ্ঞানের অভাব হচ্ছে। কারণ আজ আমরা অবসর সময় বই পড়ে কিংবা খবর দেখে সময় কাটাই না। আমরা সময় কাটাই ফোন দেখে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে। কিন্তু যে কোন ক্ষেত্রে সাধারণ জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ভারতের (India) মধ্যে এমন কোন রাজ্য রয়েছে যার রাজধানী নেই? কি জানেন না তো? শুধু আপনি নন ৯০% মানুষই এর উত্তর জানেন না।

ভারতের (India) কোন রাজ্যের রাজধানী নেই?

আমাদের ভারত একটি গণতান্ত্রিক দেশ। বর্তমানে ভারত (India) ২৯টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। তবে আপনারা সকলেই জানেন প্রত্যেকটি রাজ্যের একটি করে রাজধানী রয়েছে। কিন্তু এর মধ্যে একটি এমন রাজ্য আছে যার রাজধানী নেই। আর সেই রাজ্যটির নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)। তবে এই রাজ্যের রাজধানী না থাকার পিছনে রয়েছে বিশেষ কারণ। সে কথা জানতে গেলে ফিরে দেখতে হবে দশ বছর আগের ইতিহাসের কথা।

Do you know which India state has no capital city.

কেন অন্ধ্রপ্রদেশের রাজধানী নেই: সময়টা ২০১৪ সালের ২ জুন, সেই সময় অন্ধ্রপ্রদেশ দুভাগে বিভক্ত হয়ে তৈরি হয় আরো একটি রাজ্য তেলেঙ্গানা। সেই সময় ঘোষনা করা হয়েছিল, হায়দ্রাবাদ (Hyderabad) ১০ বছরের জন্য উভয় রাজ্যের রাজধানী থাকবে। এমনকি ২০১৪ সালের পুনর্গঠন আইন অনুযায়ী বলা হয়েছিল, ১০ বছর পর হায়দ্রাবাদ আর অন্ধপ্রদেশের রাজধানী থাকবে না। হয়ে যাবে তেলেঙ্গানা রাজধানী।

আরও পড়ুনঃ ধর্ষণ-খুনের পর পুড়িয়ে দিয়েছিল দেহ! সেই কুখ্যাত ধর্ষকের ফাঁসি স্থগিত করল সুপ্রিম কোর্ট!

হায়দ্রাবাদ এখন তেলেঙ্গানার রাজধানী: এরপর পুনর্গঠন আইন অনুযায়ী, ২০২৪ সালের ২রা জুন হায়দ্রাবাদ হয়ে যায় তেলেঙ্গানার রাজধানী। আর রাজধানীহীন রাজ্য হিসেবে পড়ে থাকে অন্ধ্রপ্রদেশ। এমনকি তারপর থেকে এখনো পর্যন্ত অন্ধপ্রদেশের রাজধানী নিয়ে কোন সঠিক শহর খুঁজে পাওয়া যায়নি। তবে ২০১৫ সালে অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে অমরাবতীর নামের কথা বলেছিলেন তখনকার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় আর্থিক দিক থেকে। কারণ আমরাবতীকে সুন্দর করে সাজিয়ে তুলতে গেলে প্রয়োজন ছিল ৫১ হাজার কোটি টাকার। এরপর ২০১৯ সালে ভোটে হেরে যাওয়ার পর ক্ষমতার বাইরে চলে গেলে আর কিছু করার থাকে না।

আরও পড়ুনঃ চলছে বিয়ের ‘হানিমুন পিরিয়ড’! নদিয়ায় ভরা মেলার মাঝেই প্রাক্তন প্রেমিক এসে যা করল…

তবে আবারো ক্ষমতায় ফিরেছেন এন চন্দ্রবাবু নাইডু। আর ক্ষমতায় ফিরে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) রাজধানী তৈরিতে মনোনিবেশ করেছেন। শপথ পাঠ করার দিনই তিনি জানিয়েছিলেন, অমরাবতী হবে অন্ধ্রপ্রদেশের রাজধানী। আর বিশাখাপত্তনম হবে, ইকোনমিক ক্যাপিটাল। এই নিয়ে জোর প্রস্তুতি চলছে। এখন সময়ের অপেক্ষা কবে অন্ধপ্রদেশ নতুন রাজধানী পায়।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর