অভিনয়ের হাত ধরে শুরু করেছিলেন কেরিয়ার, জানেন কি কার কলমের খোঁচায় তৈরি হয়েছিল কুছ কুছ হোতা হ্যায় ছবির টাইটেল সং?

বাংলাহান্ট ডেস্ক : ১৯৯৮ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল করণ জোহার পরিচালিত ছবি ‘ কুছ কুছ হোতা হ্যায় ‘ (Kuch Kuch Hota Hai)। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan), রানী মুখার্জি (Rani Mukherjee) এবং কাজল (Kajol)। ক্যামিও চরিত্রে ধরা দিয়েছিলেন সালমান খান (Salman Khan)। সে সময় বক্স অফিসে ব্যাপক ব্যবসা করেছিল এই ছবি। আজও কমেনি সেই ছবির জনপ্রিয়তা।

করণ জোহারের এই ছবির হাত ধরে কেরিয়ারে বড় ব্রেক পেয়েছেন তিন তারকাই। তবে জানেন কি এই ছবির টাইটেল ট্র্যাক লিখেছিলেন কে? সেই তথ্যই দেব আজকের এই প্রতিবেদনে। ছোটবেলাতেই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তাঁর। তবে গানের জগতেও বিশেষ কৃতিত্ব রয়েছে জনপ্রিয় বলি তারকার।

Kuch kuch hota hai

মাত্র ১০ বছর বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন যুগল হংসরাজ। ‘মাসুম’ ছবির হাত ধরে শুরু করেছিলেন কেরিয়ার। বড় হয়েও তিনি অভিনয় জগত থেকে সরে যাননি। তাঁকে দেখা গেছে ‘মহব্বতে’ , ‘পেয়ার ইম্পসিবল’ সহ বেশ কয়েকটি ছবিতে। তবে জানলে অবাক হবেন যে শাহরুখ খান অভিনীত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির টাইটেল ট্র্যাক তৈরি হয়েছিল তাঁর কলমের খোঁচাতেই।

jugal hansraj

এক সাংবাদিক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, ‘ করণ বরাবরই তার ভীষণ ভালো বন্ধু। একবার এই ছবির স্ক্রিপ্ট তাকে পড়ে শুনিয়েছিলেন পরিচালক। আর তখনই তা ভীষণ ভালো লেগে যায় যুগলের। এরপর সারারাত ভেবে তিনি এই গানটি তৈরি করে ফেলেন’।

অভিনেতার কথায়, ‘আমি এই গানটা লেখার পর ডিক্টাফোনে রেকর্ড করি এবং সেটা আমার বেশ কিছু বন্ধুকে শোনাই। তাদের বেশ পছন্দ হয়েছিল এই গানটি। এরপরেই আমি করণকে এই গানের সুর এবং গানের লিরিক্স এর কথা জানাই। দেখলাম তারও বেশ ভালো লাগলো। আর তখনই সিদ্ধান্ত নেওয়া হল এই গানটি হবে টাইটেল ট্র্যাক’।

jugal hansraj

তবে কেবলমাত্র এই একটি গান নয়। বহু গান লিখেছেন যুগল হংসরাজ। বর্তমানে একাধিক প্রজেক্টে কাজ করছেন জনপ্রিয় এই অভিনেতা। তাঁকে শেষ বার দেখা গিয়েছে ‘ শিব শাস্ত্রী বালবোয়া’ ছবিতে। জানা যাচ্ছে খুব শীঘ্রই নতুন ছবি ‘এনআরআই ওয়াইভস’ নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন তিনি।

additiya

সম্পর্কিত খবর