রামচরণের দাদু কে ছিলেন জানেন? রইল অভিনেতার সম্পর্কে বেশ কিছু তথ্য

বাংলাহান্ট ডেস্ক :  দক্ষিণী ইন্ডাস্ট্রির (South Industry) নাম করা অভিনেতা তিনি। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে ‘নাটু নাটু ‘ (Nattu Nattu) গানে পা মিলিয়ে। তাঁর আরও একটি পরিচয়ও অবশ্য রয়েছে। সুপারস্টার চিরঞ্জীবীর (Chiranjibi) পুত্র তিনি। তিনি আর অন্য কেউ নন ‘আরআরআর’ (RRR) ছবির অভিনেতা রামচরণ (Ramcharan)। অস্কার হাতে নিয়ে সবেমাত্র দেশে ফিরে এসেছেন অভিনেতা।

এই অভিনেতার ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। তবে সম্প্রতি বেশ কিছু তথ্য উঠে এসেছে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে। কেবলমাত্র বাবা বা কাকা নয়। ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় ছিলেন অভিনেতার দাদু আল্লু রাম লিঙ্গাইয়া। পেশায় চিকিৎসক হলেও কৌতুক অভিনেতাও ছিলেন তিনি। অভিনয় করেছে ১০০০-এর ও বেশি ছবিতে।

Ramcharan

‘আরআরআর’ ছবিতে একজন মুক্তি যোদ্ধার ছেলের চরিত্রে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা রামচরণকে। তাঁর বাবার চরিত্রে দর্শকদের মন কেড়েছেন বলিউড সুপারস্টার অজয় দেবগন। অভিনেতার বাবা এবং কাকা দুজনেই দক্ষিণী সিনেজগতে বেশ জনপ্রিয়। আর সেকারণেই রামচরণের গায়ে লেগেছে ‘মেগা পাওয়ার স্টার’ তকমা।

Ramcharan

অভিনেতার পাশাপাশি তিনি একজন সমাজসেবী। এছাড়াও ট্রুজেট নামে তাঁর নিজস্ব এয়ারলাইনও রয়েছে। ক্যারিয়ারের শুরুতে বাবার কাছে অনেকটাই সাহায্য পেয়েছেন রামচরণ। ২০১৬ সালে মুখটি পাওয়া তাঁর ‘ধ্রুব’ ছবিতে একেবারে স্ট্যান্ড ম্যানের ভূমিকায় দেখা গেছে তাঁকে। কিশোর নমিত কাপুরের অ্যাক্টিং স্কুলে অভিনয়ের কোর্স করেছেন এই অভিনেতা।

Ramcharan

ভগবানে ভীষণ বিশ্বাসী রামচরণ। তিনি যখন যেখানে যান সঙ্গে করে নিয়ে যান কুলদেবতাকে। বজরংবলীর ভক্ত তিনি। শোনা যায় অভিনেতার অদূরে নাম নাকি হনুমান। হাতে অস্কার তুলে নেওয়ার আগে একটি বজরংবলীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেতা। সে সময় পাপ্পারাজিতদের ক্যামেরায় বন্দি হন তিনি।

additiya

সম্পর্কিত খবর