বাংলাহান্ট ডেস্কঃ দেশে করোনার (covid-19) দ্বিতীয় ঢেউয়ে উসকে উঠছে গতবছরের ভয়াবহ স্মৃতি। কাছের মানুষের শেষ সময়েও পাশে থাকতে পারছেন না চিকিৎসকরা (doctor)। এমনকি শেষ কৃত্য করেই দুঃখ চেপে আবারও ছুটছেন নিজের কাজে। ‘তাদের এই কাজ মহৎ কাজ, দেশের এই সংকটের দিনে ডিউটির থেকে বড় কিছু নেই’- শেষ সময়ে এমনটাই জানালেন এক চিকিৎসকের মা।
মায়ের শেষকৃত্য সম্পন্ন করে আবারও কাজে ফিরলেন ২ চিকিৎসক। এমন নজিরবিহীন ঘটনা দেখা গেল গুজরাটে। এক চিকিৎসকের মা করোনার সঙ্গে লড়াই করছিলেন, আর অপরজনের মা মারা গেলেন শারীরিক অসুস্থতার কারণে। চিকিৎসক সন্তানেরা মায়েদের শেষকৃত্য সম্পন্ন করেই অশ্রু সম্বলিত চোখে আবারও গায়ে পড়ে নিলেন পিপিই কিট, ফিরলেন নিজের ডিউটিতে।
ডাক্তার রাহুল পারমারের মা বহুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কোভিড ব্যবস্থাপনায় নোডাল অফিসার এবং একইসঙ্গে মৃতদেহ দাহ করার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ডাঃ রাহুল। এরই মধ্যে তাঁর মারা যাওয়ার খবর আসে। মায়ের শেষ সময় সেখানে উপস্থিত হয়ে শেষকৃত্য সম্পন্ন করে ভেজা চোখেই ফিরলেন নিজের কর্তব্যে।
অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে লড়াই করছিলেন ডাঃ শিল্পা প্যাটেলের মা। সপ্তাহ খানেক ধরে ICU-তে থাকার পর বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেয়ে রোগীদের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় মায়ের কাছে আসতে ৬ ঘণ্টা সময় লাগে। মায়ের শেষকৃত্য করেই মায়ের কথা মত কাজকে প্রাধান্য দিতেই গায়ে তুলে নিলেন পিপিই কিট, ছুটলেন রোগীদের বাঁচাতে।