যে ডাক্তার বিনা পয়সায় রোগী দেখতেন, তাকেই পিটিয়ে মারলো রোগীর পরিবার

বাংলা হান্ট ডেস্ক: ডাক্তার নিগ্রহ এর কথা রোজ কোথাও না কোথাও শোনা যাচ্ছেই। কিছুদিন আগে এই ডাক্তার নিগ্রহ নিয়ে গোটা পশ্চিমবঙ্গ সরব হয়েছিল। ডাক্তার দের বন্ধ এ অনেক রোগি নানা সমস্যায় পড়েছিলেন।

আরও এক ঘটনার কথা উঠে আসলো আসাম থেকে। দেবেন দত্ত, বয়স ছিল ৭৫ বছর। তিনি গত ১৫ বছর আগেই ডাক্তারি পেশা থেকে অবসর গ্রহন করেন। তাও তিনি বিভিন্ন জায়গায় চেম্বার করে বিনামুল্যে রোগী দেখতেন। আসামের চা বাগানে গরিব দুঃস্থ দের পরিষেবা দিতেন। গতকাল তাকে তার সেই রোগীরা পিটীয়ে মেরে ফেলল বলে অভিযোগ তার পরিবারের।

শোনা গেছে, এক রোগির দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্যে দায়ী করা হয় ডাক্তারবাবু কে। তারপর তার ওপর চড়াও হন এলাকার মানুষরা। গত ১৭ বছর ধরে যিনি সেই মানুষদের বিয়া পয়সায় চিকিৎসা করে এসেছেন সেই মানুষরাই তাকে পিটীয়ে মেরে ফেললেন।

এই ঘটনার দুঃখ প্রকাশ করে আরেকজন ডাক্তার বাবু বলেছেন–” যেদিন আমাকে ও এই দেশ আর দেশ বাসী পিটিয়ে মেরে ফেলবে,তখন হয়তো আর শেষ অনুরোধ টুকু ও রাখতে পারবো না।তাই এখনই বলে যাচ্ছি।মেরে ফেলার পর আমার স্টেথো খানি ও চুল্লি তে আমার মরদেহের সাথে ঢুকিয়ে দিও।এ মারণাস্ত্র যেন আর কেউ না পায়।

সম্পর্কিত খবর