বছরের পর বছর ধরে ২০ টাকায় দেখে চলেছেন রোগী, গরিবের ডাক্তারবাবু এবার পেলেন পদ্মশ্রী

বাংলাহান্ট ডেস্ক : আমাদের সমাজে চিকিৎসকদের (Doctor) স্থান একটু অন্যরকম। ঈশ্বর ছাড়া যদি কেউ আমাদের বাঁচাতে পারেন তিনি হলেন একজন চিকিৎসক। কিন্তু সময়ের নিয়মে পাল্টেছে অনেক কিছু। মাঝেমধ্যেই আমরা শুনতে পাই চিকিৎসকদের দায়িত্ব জ্ঞানহীনতা কিংবা অর্থ লোভের কাহিনী। এরই মধ্যে ব্যতিক্রমও রয়েছেন কেউকেউ।

দুর্মূল্যের বাজারেও মাত্র ২০ টাকায় বছরের পর বছর ধরে রোগী দেখে আসছেন এক ডাক্তারবাবু। কেউ কেউ আবার সামান্য ২০ টাকাও দিতেও অপরাগ। তবুও কোন বিরক্তি নেই ডাক্তারবাবুর দুচোখে। বহু মানুষকে আজও বিনামূল্যের (Free of cost) চিকিৎসা পরিষেবা (Treatment) দিয়ে যাচ্ছেন তিনি। প্রথমদিকে তার ভিজিট ছিল ২ টাকা। তারপর পরিস্থিতির চাপে পড়ে কিছুটা পরিমাণ টাকা বাড়াতে বাধ্য হন।

তবে সেটি খুবই সামান্য। বর্তমানে তাঁর ভিজিট মাত্র ২০ টাকা। চেম্বার খোলার আগেই লম্বা লাইন পরে রোগীদের। কারোর কাছে তিনি ভগবান, আবার কারোর কাছে গরিবের ডাক্তার। এহেন প্রবীণ ডাক্তার বাবুকে কেন্দ্রীয় সরকার এবার সম্মানিত করল পদ্ম সম্মানে। ডাক্তার এম সি দাওয়ার মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা। তাঁকে চেনেন না এমন লোক সেখানে নেই বললেই চলে।

madhyapradesh doctor

ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত ছিলেন একসময়। সেই কারণে অনেকে তাঁকে “ক্যাপ্টেন ডাক্তার” বলেও সম্বোধন করেন। ডাক্তার বাবু বলেন দুস্থ মানুষের সেবা করাই তার প্রধান লক্ষ্য। যদি কোন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় সেটাই তাঁর ফি। পদ্মশ্রী সম্মান (Padma Shri) পাওয়ার পর ডাক্তারবাবুর বক্তব্য, এই সম্মান তিনি পেয়েছেন মানুষের ভালোবাসাতেই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর