বলা হয়, রাজনীতির ভরসায় না থেকে যদি দেশের প্রতিষ্ঠিত মানুষজন নিজের নিজের এলাকার উন্নতির জন্য চেষ্টা করেন তাহলে তা দেশকে সম্ভবনার শীর্ষে পৌঁছে দেবে। রাজস্থানের কোটপুটলিতে এক ৬১ বর্ষীয় চিকিৎসক ঠিক এমনই কাজ করেছেন। চিকিৎসক গ্রামের মেয়েদের পড়াশোনার জন্য এমন সাহায্য করেছেন যার প্রশংসা দিকে দিকে ছড়িয়ে পড়েছে।
আসলে উনি দেখেন যে গ্রামে পরিবহন ব্যাবস্থা খারাপ হওয়ার কারণে মেয়েদের পায়ে হেঁটে স্কুল কলেজ যেতে হয়। এই সমস্যার সমাধানের জন্য তিনি একটা বাস কিনে নেন। আইএএস অফিসার অবনীস সরণ টুইটারে ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন। আইএএস অফিসারের টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
৬১ বর্ষীয় চিকিৎসক আর.পি.যাদব দেখেন যে উনার গ্রামের এবং আশেপাশের গ্রামের মেয়েদের পড়াশোনার জন্য হেঁটে কিলোমিটারের পর কিলোমিটার যেতে আসতে হয়। মেয়েদের এই কষ্টকে অনুভব করে উনি বাসের ব্যাবস্থা করেন।
নিজের প্রবিডেন্ট ফান্ড থেকে ১৯ লক্ষ টাকা বের করে উনি বাস কিনে ফেলেন। চিকিৎসক আর.পি. যাদবের এই কাজের জন্য দেশজুড়ে লোকজন সোশ্যাল মিডিয়ায় উনার প্রশংসার ঝড় তুলেছে। আইপিএস আর কে বিজ লিখেছেন, “এমন ব্যক্তিকে আমি প্রণাম জানাই।” জানিয়ে দি, ঘটনাটি বেশ পুরানো তবে এইএএস অফিসার আরো একবার ঘটনাটি শেয়ার করার দরুন বিষয়টি চর্চায় উঠে এসেছে।