মানা হয়নি মেডিক্যালের নিয়ম! টসিলিজুমাব ইঞ্জেকশন কান্ডে অভিযুক্ত চিকিৎসক দেবাংশী সাহাঃ রিপোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Kolkata Medical College and Hospital) টসিলিজুমাব ইঞ্জেকশন-কাণ্ডে অভিযুক্ত সাব‍্যস্ত করা হল চিকিৎসক দেবাংশী সাহাকে। চিকিৎসকের বিরুদ্ধে নিয়ম ভেঙে ওই ইঞ্জেকশন নেওয়ার রিপোর্ট জমা পড়েছে রাজ‍্যের স্বাস্থ্যভবনে। ইতিমধ্যেই অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে কথা বলে তাঁর বয়ান নথিভুক্ত করেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২৬ টি টসিলিজুমাব ইঞ্জেকশন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনায় অভিযোগের তীর ছিল এক চিকিৎসকের দিকে। দায়িত্বপ্রাপ্ত এক নার্সকে ভুয়ো প্রেসক্রিপশন দেখিয়ে ২৬ টি টসিলিজুমাব ইঞ্জেকশন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল ওই চিকিৎসকের বিরুদ্ধে। এবার তাঁর নামেই রিপোর্ট জমা পড়ল রাজ‍্যের স্বাস্থ্যভবনে।

pic 19

সূত্র মারফত জানা গিয়েছে, সিনিয়র মেডিক্যাল অফিসার বা আরএমও-র স্বাক্ষর প্রয়োজন হয় টসিলিজুমাব ইঞ্জেকশন দেওয়ার জন্য। এক্ষেত্রে মেডিক্যাল অফিসার বা হাউস স্টাফের স্বাক্ষর গ্রহণযোগ্য নয়। পাশাপাশি কোন রোগীকে এই ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, তাও লিখতে হয় ফর্মে। কিন্তু এক্ষেত্রে সেসমস্ত কোন নিয়ম মানা হয়নি। ফর্মে কিছুরই উল্লেখ ছিল না।


Smita Hari

সম্পর্কিত খবর