বাংলা hunt ডেস্ক : অভিনয় থেকে ব্যক্তিগত জীবন, সব মিলিয়ে সময়টা ভালোই যাচ্ছে বলিউডের তারকা অভিনেতা শাহিদ কাপুরের।তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ” পদ্মাবত ” বক্স অফিসে দুরন্ত রেকর্ড করার পাশাপাশি তার অভিনয় প্রশংসিত হয়েছিলো সর্বমহলে অন্যদিকে ফের পেয়েছিলেন পিতৃত্বের স্বাদ।
ইতিমধ্যে মুক্তি পেয়েছে শাহিদের মুক্তি পেতে চলা ছবি ” কবির সিং ” এর ট্রেলার।বিখ্যাত তেলেগু ছবি ” অর্জুন সিং ” এর রিমেক এই ছবিতে শাহিদের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কিয়ারা আদবানি কে।ইতিমধ্যে মুক্তি পাওয়া সেই ছবির ট্রেলার প্রশংসিত হয়েছে সর্বমহলে।
ছবিতে একজন নেশাগ্রস্তের রোলে অভিনয় করতে দেখা যাবে শাহিদকে, যিনি আবার একজন সার্জেন ,তাই চরিত্রে প্রান প্রতিষ্ঠার উদ্দেশ্যে চিকিৎসকদের সাথে সময় কাটাতেন শাহিদ,
সময় কাটাতেন হাসপাতালে।প্রসঙ্গত, আগামী ২১ শে জুন মুক্তি পেতে চলেছে এই ছবি।